26 March, 2024

প্রসাধনী ছেড়ে প্রাকৃতিক উপাদানে ভরসা রাখুন

credit: istock

TV9 Bangla

ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকের টেক্সচারও বদলায়। গরম বাড়তেই ত্বকে তেলতেলে ভাব বাড়ে। তার সঙ্গে দেখা দেয় ব্রণ, র‍্যাশের সমস্যা।

বেশিরভাগ সময় ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু সেসব প্রসাধনী খুব একটা কার্যকর হয় না।

বাজারচলতি প্রসাধনীর তুলনায় অনেক বেশি উপকারী হেঁশেলে থাকা প্রাকৃতিক উপাদান। এতে ত্বকও ভাল থাকে আর টাকাও বাঁচে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধু। মধু দিয়ে ব্রণর সমস্যাও দূর করতে পারেন। তাই শুষ্ক ত্বকে ক্রিম ছেড়ে মুধ মাখুন। 

মেকআপ তোলার ক্ষেত্রে মেকআপ রিমুভার হিসেবে নারকেল তেল মাখুন। নারকেল তেল ত্বকে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।

ত্বক এক্সফোলিয়েশনের জন্য বেছে নিন ওটসকে। ওটমিলের গুঁড়ো দিয়ে স্নান করলে ত্বকে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। 

বডি অয়েল হিসেবে ব্যবহার করুন অলিভ অয়েল। অলিভ অয়েল শুষ্ক ত্বকের সমস্যা দূর করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।

দাগছোপ, ট্যান তুলতে ত্বকে লেবুর রস ব্যবহার করুন। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের প্রদাহও কমবে খুব সহজে।