31 March, 2024
চুল পড়ছে? স্প্রে করুন গোলাপ জল
credit: istock
TV9 Bangla
টোনার হিসেবে গোলাপ জলের কদর সবচেয়ে বেশি। ত্বকের বাইরেও গোলাপ জল ব্যবহার করা যায়। কীভাবে জানেন? রইল টিপস।
গোলাপ ফুলের পাপড়ি জলে ফুটিয়ে যে তরল পাওয়া যায়, সেটাই হল গোলাপ জল। এই উপাদান রূপচর্চায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি গোলাপ জল চুলেরও দেখভাল করে। চুলে গোলাপ জল ব্যবহার করলে কী-কী উপকার মেলে, দেখে নিন।
গোলাপ জলে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি স্ক্যাল্পের চুলকানি, প্রদাহ ও অস্বস্তি কমাতে সাহায্য করে।
খুশকির সমস্যা দূর করে গোলাপ জল। গোলাপ জলের অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির মোকাবিলা করে।
গোলাপ জলের মধ্যে ভিটামিন এ, সি, ই, ডি ও বি৩ রয়েছে। নিয়মিত চুলে গোলাপ জল স্প্রে করলে এটি চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে গোলাপ জল। রুক্ষ চুলের উপর গোলাপ জল স্প্রে করলে ফিরে পাবেন সতেজতা।
চুলের উপর সরাসরি গোলাপ জল স্প্রে করা যায়। গোলাপ জল প্রতিটা চুল মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি কমায় চুল পড়া।
আরও পড়ুন