20 June 2024
যে কারণে নীরবে বাড়ছে মুখে ব্রণ
credit: istock
TV9 Bangla
ব্রণর চিকিৎসা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। ঘরোয়া টোটকার সাহায্য নেন। কিন্তু তাতেও ব্রণ কমতে চায় না।
ব্রণর সমাধান খোঁজার আগে সমস্যার উৎস জানা দরকার। এতে ব্রণর সমস্যার সহজেই এড়াতে পারবেন আর পাবেন নিখুঁত ত্বক।
এমন অনেক বিষয় রয়েছে, যা নীরবে বাড়িয়ে দিতে পারে ব্রণর সমস্যা। যে সব কারণে ব্রণ হয়, চলুন জেনে নেওয়া যাক।
শরীরে জলের ঘাটতি, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, হরমোনজনিত সমস্যার কারণে ব্রণ হতেই পারে। এছাড়া ত্বকের অযত্নও রয়েছে।
চুলের কিছু প্রসাধনীতে তেল থাকে, যা ত্বকে থাকা রন্ধ্রগুলির মুখ বন্ধ করে। এসব হেয়ার কেয়ার পণ্য ব্যবহার করলেও ত্বকে ব্রণ হয়।
রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন মাখতেই হবে। কিন্তু অতিরিক্ত সানস্ক্রিন রোমকূপের মুখ বন্ধ করে দেয়। এখান থেকেও ত্বকে ব্রণ জন্ম নেয়।
ওয়াক্সিং করলে কিংবা মুখে ফেসিয়াল রেজার ব্যবহার করলে ব্রণ হতে পারে। রোমকূপে প্রদাহ হয় এবং সেই অংশ ফুলে যায়।
নিয়মিত গর্ভনিরোধক বড়ি খেলে দেহে হরমোনের ভারসাম্য দেখা দেয়। পাশাপাশি ওষুধেরও পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মুখে ব্রণ হয়।
আরও পড়ুন