10 August 2024

এই ৫ টোটকা ত্বক থেকে সোনা ঝরবে

credit: istock

TV9 Bangla

কর্মব্যস্ত জীবনের মাঝে নিজের যত্ন নেওয়ার সময় থাকে না। তার প্রভাব পড়ে ত্বকের উপরও। অল্প বয়সেই বুড়িয়ে যেতে থাকে ত্বক।

বয়সের আগে বার্ধক্য এলে মন খারাপ হয় সকলেরই। কিন্তু এই অকাল বার্ধক্যকে প্রতিরোধ করার উপায়ও রয়েছে হাতের কাছে।

ঘরোয়া উপায়ে এবং প্রাকৃতিক উপাদানের সাহায্যে আপনি ত্বকের খেয়াল রাখতে পারেন। ত্বকের যত্ন নিতে এসব টোটকা কাজে লাগান।

পাকা কলা ম্যাশ করে নিন। এতে মধু মিশিয়ে মুখে মাখুন। কলার মধ্যে ভিটামিন এ, বি৬ এবং সি রয়েছে, যা ত্বককে ভাল রাখতে সাহায্য করে।

বলিরেখা তাড়াতে রোজ রাতে ঘুমোতে যাওয়ার ২-৩ ফোঁটা আরগ্যান অয়েল মালিশ করুন। তারপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন।

বার্ধক্য এড়াতে নিয়মিত মুখে টক দই মাখুন। ভিটামিন ই, ল্যাকটিক অ্যাসিড থাকায় টক দই ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।

হলুদ ত্বককে সংক্রমণের থেকে রক্ষা করে এবং জেল্লা বাড়িয়ে তোলে। বেসন, দইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখতে পারেন।

প্রতিদিন দু'বেলা অ্যালোভেরা জেল মাখুন। এই প্রাকৃতিক উপাদান আপনার ত্বকে অ্যান্টি-এজিংয়ের কাজ করবে। ত্বককে ভাল রাখবে।