21 July 2024
৫ গাছ ঘরে রাখলে দূর হবে হাঁপানির সমস্যা
credit: google
TV9 Bangla
যত দিন যাচ্ছে বাড়ছে ধুলোবালি, দূষণের মাত্রা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাঁপানির সমস্যা।
তার মধ্যেই যথেচ্ছ বৃক্ষচ্ছেদন বাড়াচ্ছে ভোগান্তি। কিন্তু আপনি চাইলে অনায়াসে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।
বাড়ির মধ্যেই লাগাতে পারেন ৫ গাছ যা খানিকটা হলেও রেহাই দেবে অ্যাজমার রোগীদের। কোন ৫ গাছ দেখে নিন এক নজরে!
বেনজিন, ফর্মালডিহাইড থেকে অ্যামোনিয়ার মতো ক্ষতিকর উপাদান বাতাস থেকে টেনে নেয় পিস লিলি গাছ। তবে পোষ্যদের শরীরে এই গাছ বিষক্রিয়া ঘটাতে পারে, তাই সাবধান।
মাটি লাগে না, জলে রেখে দিলেই হল। ঘরের বাতাস পরিশুদ্ধ করতে জুরই মেলা ভার মানিপ্ল্যান্ট গাছের।
ত্বকের সমস্যা থেকে বাতাস পরিশুদ্ধ করা, সবেতেই উপকারি এই অ্যালোভেরা গাছ। হাঁপানির রোগী থাকলে ঘরে একটা ছোট গাছ রাখতেই পারেন।
ফর্মালডিহাইড এবং জাইলেনের মতো দূষিত পদার্থ বাতাস থেকে শুষে নেয় স্পাইডার প্লান্ট। হাঁপানির রোগী থাকলে এই গাছ রাখতে পারেন।
বাড়ির বারান্দায় আইভি লতার গাছ লাগাতে পারেন। দেখতেও ভাল লাগবে আবার বাতাস পরিশুদ্ধ করবে। তবে গরম বেশি হলে ঘরের ভিতরে রাখাই ভাল।
আরও পড়ুন