27 January 2024
ব্রণ-প্রবণ ত্বকের জন্য যে সব উপাদান জরুরি
credit: istock
TV9 Bangla
ব্রণ-প্রবণ ত্বকে সব ধরনের পণ্য ব্যবহার করা যায়। ভুল প্রসাধনী ব্যবহার করলেই মুখে প্রদাহ বাড়তে থাকে এবং ব্রণ পিছু ছাড়ে না।
ব্রণ-প্রবণ ত্বকেও ফেসওয়াশ, ময়েশ্চারাইজার প্রভৃতি ব্যবহার করতেই হয়। সেক্ষেত্রে খুব বুঝেশুনে প্রসাধনী বেছে নিতে হয়।
ব্রণ-প্রবণ ত্বকের জন্য কোন-কোন পণ্য ভাল কাজ করে জেনে রাখা দরকার। এতে প্রসাধনী কেনার সময় সহজেই যাচাই করে নিতে পারবেন।
ক্লিনজারে স্যালিসিলিক অ্যাসিড থাকা আবশ্যিক। এটি বিটা-হাইড্রক্সি অ্যাসিড, যা সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণ করে।
সানস্ক্রিনে জরুরি গ্লাইকলিক অ্যাসিড। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
টি ট্রি অয়েল যুক্ত প্রসাধনী ব্যবহার করলে ব্রণ ও ব্রেকআউটের সমস্যা কমবে। এই উপাদানের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে।
ব্রণ-প্রবণ ত্বকের কমন সমস্যা ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস। এসব সমস্যা হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সালফার যুক্ত প্রসাধনী বেছে নিন।
ব্রণ-প্রবণ ত্বকের উপরও মৃত কোষের স্তূপ জমে। সেগুলো দূর করতে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন। এতেও ব্রণ কমবে।
আরও পড়ুন