18 February 2024
রূপচর্চায় ৫ উপাদান ভুলেও নয়
credit: istock
TV9 Bangla
এখন ঘরোয়া টোটকার কদর বেশি। এখন শুধু হোমরেমেডির রমরমা। কিন্তু সব ধরনের পণ্য ঘরোয়া টোটকায় ব্যবহার করা উচিত নয়।
ঘরোয়া টোটকায় সাধারণত প্রাকৃতিক উপাদানই ব্যবহার করা হয়। এগুলো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বক থেকে দাগছোপ, ব্রণ দূর করে দেয়।
এমনও কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যার সাহায্য না নেওয়াই ভাল। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেগুলো কী-কী?
ব্রণ সারাতে দাঁত মাজার মাজন ব্যবহার করবেন না। এটি তাৎক্ষণিকভাবে ফোলাভাব কমিয়ে দিলেও ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।
দাগছোপ দূর করে লেবুর রস। কিন্তু অতিরিক্ত পরিমাণে মুখে লেবুর রস ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং সমস্যা বাড়তে পারে।
তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন না। এসব উপাদান ত্বকে সেবাম উৎপাদন বাড়িয়ে দেয়।
বেকিং সোডা ত্বককে এক্সফোলিয়েট করলেও এটি প্রাকৃতিক তেল ও ময়েশ্চারকে নষ্ট করে দেয়। এতে ত্বকে লালচে ভাব ও প্রদাহ বাড়তে থাকে।
ত্বকে অনেকেই অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে ত্বকের সমস্যা কমার বদলে আরও বাড়বে।
আরও পড়ুন