26 July 2024

এই ৫ মশলা ত্বকের জন্য নয়

credit: istock

TV9 Bangla

ত্বকের যত্নে প্রাচীনকাল থেকে টক দই, শসা, কাঁচা হলুদের মতো ব্যবহার হয়ে আসছে। কিন্তু রান্নাঘরে সব উপাদান ত্বকের জন্য নয়।

বেশিরভাগ প্রাকৃতিক উপাদানই ত্বকের সমস্যা কমাতে উপযোগী। কিন্তু হাতের কাছে যা-ই পাবেন, সেটা মেখে নিলেই কিন্তু চলবে না।

রান্নাঘরে এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। মুখে মাখলেই কিন্তু ত্বক জ্ব‌লতে পারে, র‍্যাশ বেরোতে পারে।

ত্বকে ভুলেও দারুচিনির গুঁড়ো মাখবেন না। এতে ত্বকে লালচে ভাব, জ্বালাভাব দেখা দিতে পারে। এর জেরে দারুচিনির চা খান, ত্বক ভাল থাকবে।

গোটা সর্ষে কিন্তু ত্বকের জন্য নয়। সর্ষের তেল মেখে স্নান করতে পারেন। কিন্তু সর্ষে বাটা মুখে মাখলে ত্বকের সমস্যা বাড়তে পারে।

লঙ্কাগুঁড়ো হাতে লাগলেও ত্বক জ্বলে যায়। তাই মুখ বা দেহের অন্য কোনও অংশে লঙ্কাগুঁড়ো লাগানোর কথা মাথাতেই আনবেন না।

লবঙ্গ দাঁতের ব্যথা কমাতে পারে। কিন্তু ব্রণর সমস্যায় লবঙ্গ ভুলেও ব্যবহার করবেন না। এতে ত্বকের প্রদাহ আরও বাড়তে পারে।

পেটের জন্য ভাল গোলমরিচ। কিন্তু ত্বকের জন্য নয়। ত্বকে গোলমরিচের গুঁড়ো লাগলে ত্বকের প্রদাহ বাড়বে। র‍্যাশ হতে পারে।