31 March, 2024
৫ টোটকায় কমবে ব্রণর ফোলাভাব
credit: istock
TV9 Bangla
ব্রণ শুধু যে মুখের সৌন্দর্য কেড়ে নেয়, তা নয়। ব্রণ ত্বকের উপর প্রদাহ সৃষ্টি করে। বাড়িয়ে তোলে জ্বালাভাব, লালচে ভাব ও অস্বস্তি।
সকালে উঠে যখনই আয়নায় দাঁড়ায়, আর যদি ব্রণ দেখতে পান, ওখানেই মন খারাপ হয়ে যায়। খুঁজে পান না কোনও সঠিক সমাধান।
সঠিক প্রসাধনী ব্যবহার করেও ব্রণর সমস্যা এড়ানো যায় না। ঘরোয়া টোটকাতেও কাজ হয় না। ব্রণর চিকিৎসায় মানতে হবে মাত্র ৫টি নিয়ম।
মুখের যে অংশে ব্রণ বেরোবে, সেখানে ঘন ঘন হাত দেবেন না। খুঁটলে বা হাত দিলে ব্রণ ফেটে অনেক সময় রক্ত বেরোয়। পাশাপাশি দাগ হয়ে যায়।
দিনে দু'বার মুখ পরিষ্কার করা জরুরি। ভাল মানের ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকে থেকে ময়লা, মেকআপ, তেল দূর হয়ে যাবে।
বালিশের কভারে নিয়মিত পরিবর্তন করুন। কভারে চুল, মুখ, পরিবেশের ব্যাকটেরিয়া, তেল, ময়লা লেগে থাকে। এখান থেকে মুখে ব্রণ হতে পারে।
ব্রণ তাড়াতে স্পট ট্রিটমেন্টের সাহায্য নিন। এটি ব্রণর ফোলাভাব, লালচে ভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি ব্রণর দাগও দূর করে।
ব্রণর উপর বরফ ঘষতে পারেন। ৩-৪ মিনিট রাখুন। এতে ব্রণর ফোলাভাব কমে যাবে। সঙ্গে ব্যথাও। দিনে বেশ কয়েকবার এই টোটকা কাজে লাগতে পারেন।
আরও পড়ুন