6 July 2024

সিরাম মাখার সময় এই ৫ ভুল একদম নয়

credit: istock

TV9 Bangla

আজকাল রূপচর্চার দুনিয়ায় ফেস সিরামের কদর বেশি। ত্বকের জেল্লা বাড়ানো থেকে দাগছোপ দূর করা—সিরামের জয় জয়কার সর্বত্র।

নিয়মিত ফেস সিরাম মাখলে ত্বকের বার্ধক্যকেও দূরে রাখা যায়। কিন্তু অনেকেরই অভিযোগ সিরাম মেখেও ত্বকের হাল ফেরে না।

সঠিক সময়ে এবং সঠিক উপায়ে সিরাম মাখেন না অনেকেই। সিরাম ব্যবহারে কোন ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, রইল টিপস।

দিনে দু’বার সিরাম ব্যবহার করা জরুরি। সকালবেলা সানস্ক্রিন মাখার আগে মুখে সিরাম মাখুন। আর রাতে নাইট ক্রিম মাখার আগে সিরাম মাখুন। 

আপনার ত্বকের জন্য কোন ধরনের সিরাম আদর্শ সেটাই বেছে নিন। ভুল পণ্য দিয়ে রূপচর্চা করলে ত্বকের কিন্তু বারোটা বাজছে।

একদিন সিরাম মেখেই কিন্তু ফল পাবেন না। নিয়ম করে রোজ সিরাম মাখুন। টানা ১৫-৩০ দিন পর নিজের তফাৎ বুঝতে পারবেন।

সিরামের শিশি এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের আলো পৌঁছায় না। পাশাপাশি তাপমাত্রাও খুব বেশি নয়। নাহলে সিরাম নষ্ট হয়ে যেতে পারে।

সিরামের শিশির এক্সপায়ারি ডেট যাচাই করুন। একই সিরামের শিশি মাসের পর মাস চালালে চলবে না। মেয়াদ উত্তীর্ণ পণ্য ত্বকের ক্ষতিই করে।