1 April, 2024

ফেসওয়াশ করেন, এই নিয়ম মানেন কি?

credit: istock

TV9 Bangla

সারাদিনের ঘাম, তেল, ময়লা ত্বকের উপরিতলে জমে। তাই নিয়ম করে ত্বক পরিষ্কার না করলে ত্বকের সমস্যা বাড়তেই থাকবে।

ত্বক অপরিষ্কার রাখার কারণেই ব্রণ, র‍্যাশ, একজিমার সমস্যা বাড়ে। তাই ত্বককে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে আপনারই ক্ষতি।

ত্বক পরিষ্কার করতে গেলে মুখ ধোয়া ছাড়া আর কোনও উপায় নেই। কিন্তু এই মুখ ধোয়ার বা ফেসওয়াশ করার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।

গরমে বার বার মুখ ধোয়ার অভ্যাস অনেকের। কিন্তু দিনে দু'বারের বেশি ফেসওয়াশ করবেন না। বাইরে থেকে ফিরে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিন।

রাতে ত্বক পরিষ্কার না করে ঘুমনো চলবে না। প্রথমে মেকআপ পরিষ্কার করুন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে ত্বক চেপে মুছবেন না। সুতির কাপড় দিয়ে মুখ মুছুন। তার সঙ্গে ঘষে বা চেপে মুখ মুছবেন না।

ফেসওয়াশ কেনার সময় ত্বকের কথা ভেবে কিনুন। ত্বকের ধরন, সমস্যার কথা মাথায় রেখে ফেসওয়াশ বাছুন। মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন।

ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর অবশ্যই ময়েশ্চারাইজার মাখুন। ময়েশ্চারাইজার ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনবে।