21 June 2024

বৃষ্টির দিনে এই ৫ জিনিস ব্যাগে চা-ই চাই

credit: istock

TV9 Bangla

অবশেষে স্বস্তি নিঃশ্বাস ফেলল দক্ষিণবঙ্গের মানুষেরা। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে। বোঝাই যাচ্ছে, বর্ষা ঢুকছে।

ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি স্বস্তি এনেছে। কিন্তু পুরোদমে বর্ষার দেখা নেই। তবে, যখন তখন বৃষ্টি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গরমের যে বর্ষাকাল ভাল ঠিকই। কিন্তু রাস্তায় হঠাৎ বৃষ্টি চলে এসে মুশকিলে পড়তে হয়। তাই এই মরশুমে ব্যাগে কী-কী রাখবেন, দেখে নিন।

ছাতা ছাড়া বর্ষাকালে বাড়ির বাইরে বেরোনো বোকামি। ব্যাগে একটা ফোল্ডিং ছাতা রাখুন। বৃষ্টি না হলেও রোদ থেকে বাঁচাবে ছাতা।

গাড়ি চালালে ব্যাগে রাখুন রেইনকোট। নিজের পাশাপাশি ব্যাগের জন্যও রেইন কভার সঙ্গে রাখুন। এতে ব্যাগে থাকা জিনিসও ভিজবে না।

বর্ষায় অ্যালার্জি ও ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। তাই ব্যাগে মেডিসিন কিট অবশ্যই রাখুন। রাস্তাঘাটে বিপদে পড়লে কাজে আসবে।

বৃষ্টির জল পড়ে আপনার মোবাইলের বারোটা বাজতে পারে। তাই মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য প্লাস্টিকের কভার ব্যাগে রাখুন।

কাদায় পা দিলেই সব লন্ডভন্ড হয়ে যায়। সঙ্গে ওয়েট টিস্যু থাকলে পা মুছে নিতে পারেন। তার সঙ্গে স্যানিটাইজার থাকলে আরও ভাল।