1 NOV 2024

মোবাইল হ্যাক হলেও হোয়াটসঅ্যাপ থাকবে সুরক্ষিত, জানুন ৫ ফিচার

credit: getty images

TV9 Bangla

রোজ হোয়াটসঅ্যাপে এক গাদা ম্যাসেজ আসে। তার মধ্যে যেমন কাজের কথা থাকে, তেমনই ব্যক্তিগত কথাবার্তা, ছবি, ভিডিয়ো, অডিয়োও থাকে। প্রিয় মানুষের সঙ্গে চ্যাট, কথাবার্তাও গচ্ছিত থাকে এই অ্যাপে।

ভুল করেও যদি আপনার প্রোফাইলের সেই সব গোপন তথ্য, কথাবার্তা, ভিডিয়ো বা অডিয়ো অন্য কারও হাতে চলে যায়, তাহলেই সর্বনাশ। আবার নানা ভাবে হ্যাকাররা এই তথ্য পাওয়ার চেষ্টাও করতে পারেন।

তাই নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের। না হলে যে কোনও সময় প্রতারিত হতে পারেন। কী ভাবে হোয়াটসঅ্যাপের তথ্যকে সুরক্ষিত রাখবেন? রইল ৫ টিপস।

'এন্ড-টু-এন্ড এনক্রিপশন' ফিচার চালু রাখুন। এর সুবিধা হল, আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ সেই কথোপকথনের নাগাল পাবে না। তাই আপনার ব্যক্তিগত ও গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না।

যদি বিশেষ কোনও চ্যাট গোপন রাখতে চান, তা হলে সেটি লক করে রাখুন। ফোন হ্যাক করা হয়েছে মনে হলে, দ্রুত চ্যাট লক অপশন চালু করে দিন। পাসওয়ার্ড কিংবা বায়োমেট্রিক্সের মাধ্যমেও সেই চ্যাট লক করা যাবে। এতে তথ্য সুরক্ষিত থাকবে।

হোয়াটস্যাপে এখন 'ডিসঅ্যাপিয়ারিং মেসেজ' নামে একটি অপশন আছে। সেটি অন করে রাখুন। তা হলে নির্দিষ্ট সময় অন্তর মেসেজ উধাও হয়ে যাবে। পরে আর সেই ম্যাসেজ দেখা যাবে না।

হোয়াটস্যাপে আসা স্প্যাম কল ব্লক করে দিন। এই সব ফোন কলের মাধ্যমেই মোবাইল হ্যাক করার চেষ্টা করে সাইবার অপরাধীরা। হোয়াটস্যাপের সেটিংসে গিয়ে 'সাইলেন্স আননোন কল' অপশনটি চালু করে রাখুন।

হোয়াটস্যাপে 'চ্যাট ব্যাকআপ' ফিচারটি চালু রাখুন ও সেটিও এনক্রিপ্ট করে রাখুন। হোয়াট‌স্যাপ চ্যাটের যে ব্যাকআপ সংরক্ষণ করা হয় সেটি গুগ‌ল বা ক্লাউড স্টোরেজে হয়। সেখান থেকেও তথ্য ফাঁসের ঝুঁকি থাকে, তাই সেটিকেও সুরক্ষিত রাখুন।