৫ লক্ষণ, যা দেখলে বুঝবেন বদলাচ্ছে ভাগ্য; বলেছেন নিম করোলি বাবা
Credit - Getty Images, X
TV9 Bangla
ভারতের খুবই আলোচিত সাধকদের মধ্যে একজন নিম করোলি বাবা। তাঁর নানা অলৌকিক কাজ প্রায়শই সারা বিশ্বকে চমকে দিয়েছে।
ভারত মহান সাধু, ঋষিদের দেশ। তাঁদের দর্শন পাওয়ার জন্য সারা বিশ্বের মানুষ ভিড় জমান। নিম করোলি বাবা তেমনই একজন।
নিম করোলি বাবাকে অনেকে হনুমানজির অবতার বা হনুমানজির পরম ভক্ত বলে মনে করেন। তিনি জানিয়েছেন, নতুন বছরে কোন ৫ লক্ষণ দেখলে বোঝা যাবে বদলাচ্ছে ভাগ্য।
নিম করোলি বাবার মতে, স্বপ্নে যদি পূর্বপুরুষদের যদি দেখেন কোনও ব্যক্তি, তা হলে সেটিতে একটি শুভ লক্ষণ বলে ধরা হয়।
বাড়ির দরজায় পাখি দেখা যায় যদি, সেটিকে সুখের লক্ষণ বলে ধরা হয়। নিম করোলি বাবার মতে, কোনও ব্যক্তি স্বপ্নে যদি পাখি দেখেন, তা হলে সেটিকে শুভ বলা হয়।
স্বপ্নে যদি কেউ সাধুকে দেখেন, তা হলে সেই ব্যক্তির ভাগ্য বদলে যায়। নিম করোলি বাবার মতে নতুন বছরে গুণী ব্যক্তি বা সাধুকে স্বপ্নে দেখলে তা শুভ হয়।
কোনও ব্যক্তি যদি অন্তরের কণ্ঠস্বর শুনতে পায়, তা হলে সেটিকে ধরা হয় ঈশ্বর সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য এসেছেন। অন্তরের কণ্ঠস্বর সত্যির দিক নির্দেশ করে।
নিম করোলি বাবার মতে, যদি কোনও ব্যক্তি আবেগপ্রবণ হয়ে মন্দিরে চোখের জল ফেলতে শুরু করেন, সেটিকে শুভ লক্ষণ বলে ধরা হয়।