1 June 2024
অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারের আগে সাবধান
credit: istock
TV9 Bangla
ত্বক ও চুলের একাধিক সমস্যা সমাধানে দুর্দান্ত কাজ করে অ্যাপেল সিডার ভিনিগার। কিন্তু তাও এই উপাদান ব্যবহারে সতর্ক থাকা দরকার।
ত্বককে এক্সফোলিয়েট করা থেকে শুরু করে অকাল বার্ধক্য প্রতিরোধে কাজ করে অ্যাপেল সিডার ভিনিগার। কমায় খুশকি ও চুল পড়াও।
চুলের ফ্রিজিনেস, ত্বকে ব্রণ প্রতিরোধেও সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার। তবু এই উপাদান ব্যবহারে আপনাকে ৫টি বিষয় মানতে হবে।
অ্যাপেল সিডার ভিনিগারে অত্যধিক পরিমাণে অ্যাসিডিক উপাদান রয়েছে। তাই এই ভিনিগার ত্বকের উপর সরাসরি প্রয়োগ করা চলবে না।
ত্বক ও চুলে অ্যাপেল সিডার ভিনিগার প্রয়োগ করার আগে অবশ্যই জলে মিশিয়ে নিন। ১ কাপ জলে ১ চামচ ভিনিগার মিশিয়ে ব্যবহার করুন।
ত্বক ও চুলে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন। হাতে লাগিয়ে দেখুন কোনও র্যাশ বা অ্যালার্জি বেরোচ্ছে কি না।
ত্বকে কোনও র্যাশ না বেরোলে তখনই শুধু ব্যবহার করুন অ্যাপেল সিডার ভিনিগার। আর সংবেদনশীল ত্বকে ভুলেও এটি মাখবেন না।
অ্যাপেল সিডার ভিনিগার সূর্যালোকে রাখবেন না। এমনকি এটি মেখে রোদে বেরোবেন না। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
আরও পড়ুন