22 July 2024
৫ জিনিস ভুলেও ত্বকে মাখলেই কিন্তু সর্বনাশ
credit: google
TV9 Bangla
অনেকেই রূপচর্চার সঠিক পদ্ধতি না জেনেই এমন কিছু কাজ করে বসেন যাতে হিতে বিপরীত হতে হয়। তখন ছুটতে হয় চিকিৎসকের কাছে।
আবার অনেক সময় চিকিৎসকের কাছে গিয়েও কাজ হয় না। কারণ হয়তো ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। তাই কখন, কী, কেন ব্যবহার করবেন তা ভাল করে না জেনে করা উচিত নয়।
প্রাকৃতিক উপাদান মানেই কিন্তু ত্বকের জন্য ভাল তা নয়। এই ৫ জিনিস যদি ভুলেও ত্বকে লাগান তা হলেই সর্বনাশ!
ফেসপ্যাকে পাতিলেবু ব্যবহার করা হয়। কিন্তু তাই বলে ভুলেও লেবুর রস সরাসরি ত্বকে লাগাবেন না। পাতি লেবুর রসের অ্যাসিড থাকে, ত্বকে ফোস্কাও পড়তে পারে।
গরম জলে মুখ ধোবেন না। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় ফলে জেল্লা হারাতে পারে। ত্বক শুষ্ক হয়ে যায়।
ফোঁড়া বা ব্রণ ফাটানোর জন্য অনেকে মাজন ব্যবহার করেন। ফলে মেলালিনের ক্ষরণ বাড়ে, ঐ জায়গা পুড়ে কালো হয়ে যায়।
অনেকে ভাবেন বেকিং সোডা ত্বকের মৃত কোষ দূর করে। তবে আদপে সরাসরি বেকিং সোডা মাখলে ত্বক শুকনো এবং খসখসে হয়ে যায়।
কিছু হবে না ভেবে অনেকেই মেয়াদ শেষ হয়ে যাওয়া ক্রীম ব্যবহার করেন। ভুলেও এটি করবেন না। এতে সংক্রমণ সহ আরও নানা সমস্যা ক্ষতি পারে।
আরও পড়ুন