24 March 2024
জামা থেকে তুলুন চায়ের দাগ ১ মিনিটে
credit: istock
TV9 Bangla
চা ছাড়া বাঙালির একদিনও চলে না। অনেক সময়ই চা খেতে গিয়ে পড়ে যায়। আর চায়ের দাগ কাপড় থেকে উঠতে চায় না সহজে।
চা ভালবাসলেও চায়ের দাগ কারও পছন্দ নয়। যত চেপে-চেপেই কাপড় ঘষুন কিংবা ওয়াশিং পাউডার ব্যবহার করুন, দাগ কোনও মতেই উঠতে চায় না।
চায়ের দাগ তুলতে ওয়াশিং পাউডারের বদলে ঘরোয়া টোটকার সাহায্য নিন। এতে চায়ের দাগও উঠবে এবং বেশি ঝক্কি পোহাতে হবে না।
চায়ের জেদি দাগ তুলতে গরম জলের সাহায্য নিন। জামায় যে অংশে চা পড়েছে, ওই অংশ টানটান করে ধরুন। উপর দিয়ে গরম জল ঢালুন।
এরপর ওই অংশে লিকুইড ডিটারজেন্ট দিন। কাপড়ের উভয় দিন ভাল করে ঘষতে থাকুন। এতে ধীরে ধীরে চায়ের দাগ উঠে যাবে।
লিকুইড ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও চায়ের দাগের উপর ঘষতে পারেন। এতে সহজেই জামা থেকে চায়ের দাগ দূর হয়ে যাবে।
চায়ের দাগ তুলতে ভিনিগারের সাহায্য নিন। ১/২ কাপ জলের সঙ্গে ১/২ কাপ ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে নিন।
কাপড়ের যে অংশে চায়ের দাগ লেগেছে, তার উপর ভিনিগারের মিশ্রণটি স্প্রে করুন। ৫ মিনিট অন্তর-অন্তর এই মিশ্রণটি স্প্রে করুন।
আরও পড়ুন