1 May, 2024
এসি না চালিয়েও দুপুরে ঘর ঠান্ডা রাখুন
credit: istock
TV9 Bangla
গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য এসির জয়জয়কার। এসির ব্যবহার যত বাড়বে, আগামী দিনে গরমের মাত্রাও বাড়তে থাকবে।
রাতে এসি ছাড়া ঘুম হচ্ছে না। কেউ কেউ দিনের বেশির সময়ই এসি চালিয়ে রেখে দিচ্ছেন। এতে ইলেকট্রিকের বিলও আসছে অনেক।
এসি ছাড়া থাকার কথা অনেকেই ভাবতে পারছেন না এই গরমে। কিন্তু এসি কম চালিয়েও ঘরকে ঠান্ডা রাখা যায়। কীভাবে জানেন?
দুপুরে এসি চালানোর বদলে জানালা ঝোলান খসখসের পর্দা। উপর দিয়ে জল স্প্রে করে নিন। এসি না চালিয়েও এতে ঘর ঠান্ডা থাকবে।
হাতের কাছে খসখসে পর্দা না পেলে মোটা চাদর ঝুলিয়ে দিন পর্দার উপর দিয়ে। জল ভিজিয়ে চাদর ঝোলালে ঘর সারা দুপুর ঠান্ডা থাকবে।
পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। টেবিল ফ্যান ব্যবহার করুন। আর টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রেখে দিন। ঘরে ঠান্ডা হাওয়া বইবে।
ঘরে সারাক্ষণ আলো জ্বালিয়ে রাখবেন না। এতে ঘর গরম হয়ে থাকবে। পাশাপাশি ইলেকট্রিকের বিলও আসবে আকাশছোঁয়া।
ঘরের ভিতর ও জানলার ধারেও গাছ রাখুন। এতে ঘর ঠান্ডা থাকবে। আর বিছানায় হালকা রঙের পাতলা সুতির বিছানার চাদর ব্যবহার করুন।
আরও পড়ুন