24 Aug 2024

অ্যালোভেরা জেল ব্যবহার করলেই পাবেন এই ৫ সুবিধা

credit: google

TV9 Bangla

ত্বকের যত্ন নিতে চাইলে অ্যালোভেরা অনবদ্য। ক্যাকটাস বা ফণী মনসার এক প্রজাতি বিশেষ এই গাছ।

উপকারী ভেষজ হিসাবে অ্যালোভেরার গুরুত্ব অপরিসীম। শরীর ভাল রাখতেও কিন্তু এই গাছের জুড়ি মেলা ভার।

ত্বকের যত্ন নেওয়া ছাড়াও বেশ কয়েকটি কাজে লাগে অ্যালোভেরা জেল। এমনকি কাজে আসে দুরারোগ্য ব্যধির প্রতিরোধেও। জানেন সেগুলি কী কী?

দাঁতের সমস্যায় ভোগেন অনেকেই। দাঁতের সংক্রমণ দূরে রাখতে, এবং দাঁত ও মাড়ির ব্যথার কমাতে বেশ কার্যকরী অ্যালোভেরা রস। আবার নিয়মিত এর জুস খেলে দাঁতের ক্ষয় আটকানো সম্ভব।

এতে থাকা অ্যালো ইমোডিন উপাদান স্তন ক্যানসার রোধ করতে সাহায্য করে। অ্যালোভেরাতে থাকা অনান্য উপাদান ক্যানসার প্রতিরোধে কার্যকরী।

দাড়ি কাটার সময় কাজে লাগে অ্যালোভেরা। গরম জল, স্বল্প তেল এবং অ্যালোভেরা জেলের মিশ্রণ শেভিং জেলের পরিবর্তে ব্যবহার করা যায়। প্রদাহনাশক হওয়ায় আফটার শেভিং লোশন হিসাবে লাগাতে পারেন।

মেক আপ তুলতেও কিন্তু বেশ উপকারী অ্যালোভেরা জেল। তুলোতে করে অ্যালোভেরা জেল লাগিয়ে ব্যবহার করলে মেক আপের সঙ্গেই পরিষ্কার হয়ে যাবে সারাদিনের ধুলো-বালিও।

ভিটামিন ই, সি, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরা জেল ত্বককে কোমল এবং মোলায়েম রাখতেও বেশ কার্যকরী। আবার কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে, ডায়াবেটিস কমাতেও কাজে আসে অ্যালোভেরা।