28 February 2024
ডিমের খোসা ফেলনা নয়
credit: istock
TV9 Bangla
ফ্রিজে শাকসবজি, মাছ-মাংস না থাকলে ডিমই ভরসা। যদিও রোজ ডিম খাওয়াতেও কোনও ক্ষতি নেই। প্রোটিনে ভরপুর এই খাবার।
ডিমের ব্যবহার বেশি হলেও ডিমের খোসার জায়গা হয় ডাস্টবিনে। কিন্তু ডিমের খোসা মোটেও ফেলনা নয়। অনেক কাজে আসে এটি।
ডিমের খোসা ফেলে না দিয়ে তুলে রাখুন। ডিমের খোসা গুঁড়ো করেও রাখতে পারেন। এটি ঘরের কী-কী কাজে আসে, দেখে নিন।
বেসিন পরিষ্কার করতে ডিমের খোসা কাজে লাগান। ডিমের খোসার গুঁড়ো পাইপের মধ্যে ফেলে দিন। এটি ময়লা ও দুর্গন্ধ দূর করে দেবে।
ছাদবাগানে সার হিসেবে ব্যবহার করুন ডিমের খোসা। গাছের গোড়ায় ডিমের খোসার গুঁড়ো ছড়িয়ে দিন। এতে গাছ পুষ্টি পাবে।
গাছের কীটনাশক হিসেবে ব্যবহার করা যায় ডিমের খোসা। গাছের গোড়ায় ডিমের খোসার গুঁড়ো দিলে চট করে কোনও পোকামাকড় ধরবে না।
বাসন পরিষ্কার করতে ডিমের খোসা ব্যবহার করুন। বেকিং সোডার সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে বাসন মাজার সাবান বানিয়ে ফেলুন।
বাসন থেকে পোড়া দাগ তুলুন ডিমের খোসা দিয়ে। খোসার গুঁড়ো নুন-জলের সঙ্গে ফুটিয়ে নিন। এটি দিয়ে বাসন থেকে পোড়া দাগ তুলুন।
আরও পড়ুন