24 March 2024

গোলাপ পাপড়িতেই ফিরবে ত্বকের হাল

credit: istock

TV9 Bangla

রোজের রূপচর্চা গোলাপ জল কমবেশি থাকেই। বেশিরভাগ ক্ষেত্রেই গোলাপ জল ব্যবহার করা হয়, টোনার হিসেবে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

গোলাপ জল ছাড়াও এই ফুলকে রূপচর্চার অংশ করে তোলা যায়। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক থেকে টোনার।

গোলাপ ফুলের পাপড়ির মধ্যে এমন অনেক উপাদান রয়েছে, যা ত্বকের দেখভাল করে। গোলাপের পাপড়ি ত্বককে কোমল ও নরম করে তোলে।

তাজা গোলাপের পাপড়ি বেটে নিন। এতে চন্দন গুঁড়ো ও মধু মিশিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। এই ফেসপ্যাক ত্বকে সংক্রমণ প্রতিরোধ করবে।

গোলাপের পাপড়ি কুচিয়ে নিন। এতে লেবুর রস, মধু ও চিনি মিশিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব। এটি স্ক্রাব ব্যবহার করলে ত্বকে পাবেন গোলাপি আভা।

গোলাপ জলের মধ্যে তাজা গোলাপের পাপড়ি মিশিয়ে দিন। এই টোনার মুখে স্প্রে করুন। এতে ত্বকে আসবে সতেজতা এবং কমবে ওপেন পোরসের সমস্যা।

দুধের সঙ্গে গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন। মিশ্রণটি ঘন হলে এতে মধু মিশিয়ে নিন। ফাটা ঠোঁটের উপর এই মিশ্রণটি লাগালে ফিরে পাবেন কোমলতা।

৪ চামচ আমন্ড অয়েলের সঙ্গে এক মুঠো গোলাপের পাপড়ি মিশিয়ে রোদে ১১ দিন রেখে দিন। এই তেল আপনি বডি অয়েল হিসেবে মাখতে পারেন।