09 March 2024
জিনস কাচার ৫ টোটকা
credit: istock
TV9 Bangla
আলমারিতে ডেনিম নেই—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোনও পোশাক থাকুক বা না থাকুক, একটা অন্তত জিনস ওয়ারড্রবে থাকবেই।
জিনসের সঙ্গে আজকাল শাড়িও পরেন অনেক। কিন্তু ঠিকমতো ডেনিমের যত্ন না নিলে, দু'দিন পরেই তার রং ফ্যাকাশে হয়ে যায়।
সাধের জিনস ওয়াশিং মেশিনে কাচলেই রং ফ্যাকাশে হয়ে যাবে। ডেনিমকে বছরের পর বছর টিকিয়ে রাখতে গেলে এই ৫ টিপস মানতে হবে।
ডেনিমের ধারণাই উদ্ভব হয়, এর টেকসইয়ের জন্য। ১৫ দিনে একবার কাচুন। বার বার কাচলে জিনসের ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। রং ফ্যাকাশ হয়ে যায়।
জিনসের নোংরা দূর করতে গরম জল ব্যবহার করবেন না। ডেনিম সবসময় ঠান্ডা জলে কাচুন। তবেই, ডেনিমের রং দীর্ঘদিন টিকে থাকবে।
জিনস সবসময় উল্টো করে কাচুন। ওয়াশিং মেশিনে কাচবেন না। হাতেই কাচুন। এতে জিনস সহজেই ছিঁড়বে না এবং রংও ফ্যাকাশে হবে না।
জিনসের নোংরা দূর করতে এবং রং ধরে রাখতে সাবানের সঙ্গে ভিনিগার মিশিয়ে কাচুন। জলের সঙ্গে ভিনিগার মিশিয়েও ভিজিয়ে রাখতে পারেন।
জিনস কাচার পর খুব বেশি নিংড়াবেন না। বরং, সরাসরি দড়ি ঝুলিয়ে দিন। জল ঝরে যাবে। সরাসরি রোদে শুকনো করতে দেবেন না।
আরও পড়ুন