office look
insomnia 3

16 May, 2024

ভ্যাপসা গরমে অফিস? এই টোটকায় পান সতেজ লুক

credit: istock

image

TV9 Bangla

office look (1)

গরমে ঘেমো জামা, উশকো-খুশকো চুল, তেলতেলে মুখ নিয়ে অফিস যেতে ভাল লাগে না। কিন্তু এখন অফিস যেতে গেলে এমনই হাল হচ্ছে।

office look (2)

অফিস যাওয়ার ব্যাগে কয়েকটি জিনিস রাখলে চটজলদি ফিরে পাবেন তরতাজা লুক। বাড়ি থেকে বেরনোর আগে মিলিয়ে নিন চেকলিস্ট।

office look (3)

অফিসে নিশ্চয়ই চিরুনি, ফেসওয়াশ রেখে দিয়েছেন। অফিসে ঢুকে মুখ পরিষ্কার করে নেওয়া দরকার। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

বাড়ি থেকে বেরোনো সময় সানস্ক্রিন মেখে বেরোচ্ছেন। ব্যাগেও সানস্ক্রিন রাখুন। অফিসে ঢুকে মুখ-চোখ পরিষ্কার করে সানস্ক্রিন মাখুন।

ব্যাগে রাখুন একটা অ্যালোভেরা জেলের কৌটো। সানস্ক্রিন মাখার আগে এবং মুখ ধোয়ার পর অ্যালোভেরা জেল মাখলে ফ্রেশ লাগবে।

ব্যাগে টিন্ট থাকলে সেটাও বুলিয়ে নিতে পারেন দু'গালে। তৈলাক্ত ত্বক হলে কমপ্যাক্ট পাউডার সঙ্গে রাখুন। এটাও লাগিয়ে নিতে পারে মুখে।

ঠোঁটে লিপস্টিক লাগাতে ভুলবেন না। আর সঙ্গে রাখুন বডি স্প্রে বা পারফিউম। অফিসে কাজ শুরু করে গায়ে স্প্রে করে নিন সুগন্ধি।

অফিসে সারাক্ষণ এসি চলে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকবে ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। তাই সঙ্গে রাখুন ময়েশ্চারাইজার, লিপবাম ও হ্যান্ড ক্রিম।