13 DEC 2024

৬ কারণ, কেন এই শীতে অবশ্যই আপনার সিমলা যাওয়া উচিত?

credit: Facebook

TV9 Bangla

সিমলা বাঙালিদের হৃদয়ে সব সময় এক বিশেষ জায়গা নিয়ে রয়েছে। বিয়ের পরে মধুচন্দ্রিমা হোক বা প্রথম দেখা অনেকের অনেক আবেগের স্বাক্ষী এই সিমলা। তবু  অনেকেই শীতকালে সিমলা যেতে ভয় পান।   

ভারতের সবচেয়ে প্রিয় হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম হিমাচল প্রদেশের এই ডেরা। কিন্তু কেন শীতকালে সিমলা যাওয়া উচিত, জানেন?

প্রায় দু'দশক পরে ডিসেম্বরের শুরুতেই সিমলা এবং তার আশেপাশের গ্রামগুলিতে তুষারপার হয়েছে। বরফে ঢাকা সিমলা দেখতে চাইলে তাই যেতেই হবে হিমাচল প্রদেশ।

পাহাড়ে বরফ পড়লে যে শুধু প্রকৃতির এক অদ্ভুত রূপ দেখা যায় তাই নয়। এই সময়ে বরফের উপরে করা যায় এমন নানা অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন স্কিয়িং, আইস স্কেটিং-এর স্বাদ নিতে পারবেন সিমলায়।

সিমলার মল রোড এই সময় যেন এক অন্য চেহারা নেয়। দূরে দেখা যায় বরফাবৃত পাহাড়, নানা পাহাড়ি খানার সম্ভার সঙ্গে নানা মানুষের আনাগোনা। মন ভাল হতে বাধ্য।

এই সময় সিমলায় পর্যটকদের জন্য নানা ধরনের 'উইনটারস অ্যাক্টিভিটিসে'র ব্যবস্থা থাকে। সারা শহর মেতে ওঠে সেই সব আনন্দে।

বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে ক্রিসমাসের সময় এই শৈল শহর যেন এক অদ্ভুত চেহারা নেয়। চারিদিকে উৎসবের আমেজ, ক্যারল সঙ্গীতের সুর, প্লাম কেকের স্বাদ সব মিলিয়ে যেন স্বর্গরাজ্য।

অ্যাডভেঞ্চার, মানুষের ভিড় পছন্দ না হলে, বরং সিমলার আশেপাশে একটু ফাঁকা জায়গায় হোটেল বুক করে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করুন। সঙ্গে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো কথাই নেই।