7 August 2024

মাইক্রোওয়েভের এমন ব্যবহার আগে শুনেছেন?

credit: istock

TV9 Bangla

হেঁশেলের একগুচ্ছ কাজকে সহজ করে দেয় মাইক্রোওয়েভ। খাবার গরম করা থেকে শুরু করে জল গরম করা—সবই করা যায় মাইক্রোওয়েভে।

রান্না করা ছাড়াও নিত্যদিনের এমন অনেক কাজ রয়েছে, যা আপনি মাইক্রোওয়েভের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। সময়ও বাঁচবে।

পেঁয়াজের খোসা ছাড়িয়ে দু’টুকরো করে নিন। তারপর পেঁয়াজগুলো মাইক্রোওয়েভে গরম করে নিন। এরপর পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়বে না।

রসুনের কোয়া জলে ভিজিয়ে নিন এবং মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড গরম করে নিন। এরপর কোনও ঝক্কি ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিন।

একটি বাটতে দু’টুকরো লেবু নিন। এবার সেটা মাইক্রোওয়েভে দিয়ে ৩০ সেকেন্ড গরম করে নিন। এরপর লেবুর রস সমস্ত নিংড়ে নিন।

বাসি রুটির উপর জলের ছিটে দিন। তারপর সেটা ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিন। নরম তুলতুলে হয়ে যাবে বাসি রুটি।

আঙুর, ডুমুর, আমের মতো তাজা ফল কেটে নিন। তারপর কয়েক মিনিটের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিন। হোমমেড ড্রাই ফ্রুটস তৈরি।

বিস্কুট, চানাচুর, চিপস, চিঁড়েভাজা নিঙিয়ে বা নরম হয়ে গিয়েছে? কয়েক মিনিটের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিলেই মুচমুচে হয়ে যাবে।