৬ টিপস জানা থাকলেই জীবন হবে সমস্যা! কমবে মাসের খরচও
Credits:, Getty Images
TV9 Bangla
দৈনন্দিন জীবনে আমরা নানা সমস্যার সম্মুখীন হই। যা আপাত দৃষ্টিতে খুব একটা বড় সমস্যা মনে না হলেও বড় আর্থিক ক্ষতি হতে পারে। আবার কিছু টিপস বা ট্রিকস জানা থাকলে সেই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়।
দৈনন্দিন জীবনে এমন কিছু ট্রিকস রয়েছে যা আমাদের জীবনের নানা কাজকে অত্যন্ত সহজ করে তোলে। যেমন ধরুন চালে বারবার পোকা হওয়া বা ফ্রিজে খাবার সংরক্ষণের ছোট্ট কিছু ট্রিকস। রইল এই প্রতিবেদনে।
চালে পোকা ধরে যাওয়া খুব সাধারণ একটা সমস্যা। একসঙ্গে অনেকটা চাল কিনলে তা সস্তা পড়ে। কিন্তু বর্ষায় দ্রুত তাতে পোকা ধরে যাওয়ার সমস্যা সাধারণ। তাই চালের কৌটে কয়েকটা নিমপাতা এবং ৩টি শুকনো লঙ্কা রেখে দিন। তাহলেই আর পোকা হবে না।
বর্ষা মানেই ডেঙ্গি, ম্যালেরিয়ার সময়। এক গ্লাসে জলে খানিকটা পাতি লেবুর রস এবং খানিকটা পুদিনা পাতার রস মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ ঘরের বিভিন্ন কোণায় স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে দিন। এতে মশার উপদ্রব হবে না।
আপনার বাড়ির আশেপাশে কি অনেক গাছগাছালি আছে? অসম্ভব মাছি আর পিঁপড়ের উপদ্রব হয়? একটা কাজ করুন। একটা পাতি লেবু ২ স্লাইস করে কাটুন। তাতে লবঙ্গ গুঁজে ঘরের কোণায় রেখে দিলেই সমস্যা সমাধান।
টিকটিকি দেখলেই ভয়ে পালায় বান্ধবী? একটা রসুনের কোয়া নিয়ে ২ টুকরো করে কেটে নিন। এবার সেটি ঘরের কোণায় রেখে দিন। টিকটিকি রসুনের গন্ধ পছন্দ করে না তাই টিকিটিকির উপদ্রব কম হয়।
বাড়িতে কি অসম্ভব আরশোলার উপদ্রব হয়? সমাধান আছে তারও। বেকিং সোডার সঙ্গে চিনি মিশিয়ে তা সারা ঘরে ছিটিয়ে দিন। তাহলেই কমবে আরশোলার উপদ্রব।
ঘরে কোথাও মাকড়সা দেখলে জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তা সারা ঘরে স্প্রে করুন। এতে সমস্যা অনেকটাই কমবে। মাঝেমধ্যেই জলে ভিনিগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোণে স্প্রে করলে মাকড়সা কম ঢুকবে।