জেদি দাগ তোলা-রূপচর্চা, ডিমের খোসার নানা উপকারিতা শুনলে চমকে যাবেন
TV9 Bangla
Credit - Canva, Freepik
কমবেশি সকলেই ডিম সেদ্ধ করে খাবার পর ডিমের খোসা ফেলে দেন। কেউ কেউ আবার ডিমের খোসা কিন্তু অন্য কাজে লাগায়।
অনেকে জানেন যে, ডিমের খোসা থেকে সার বানানো যায়। তবে এটি ছাড়া আরও নানা কাজে ব্যবহৃত হয় ডিমের খোসা। চলুন জেনে নেওয়া যাক।
ডিমের খোসা দিয়ে করা যায় রূপচর্চা। অবাক করার মতো হলেও এই তথ্য সত্যি। ডিমের খোসার গুঁড়ো দিয়ে ফেস প্যাক বানাতে পারেন।তা ত্বককে টানটান করে। ত্বকের ছিদ্র বন্ধ করতে ও ত্বককে মসৃণ করতে সাহায্য করে।
ডিমের খোসা বাসনে পোড়া দাগ তুলতে খুবই সাহায্য করে। বিশেষ করে কড়াইয়ের যে পোড়া দাগ, তা তুলতে ডিমের খোসা খুব কার্যকরী।
ব্যথা কমাতে পারে ডিমের খোসা। এক পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার ও ডিমের খোসার গুঁড়ো মেশান। সেই মিশ্রণ যে কোনও ব্যথার জায়গায় লাগালে দ্রুত ব্যথা কমবে।
পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। এটি গুঁড়ো করে ঘরের কোণায় রাখতে হবে। বাড়ি থেকে পালাবে আরশোলা, টিকটিকির মতো জীব।
ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে পাখির খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম পাখির স্বাস্থ্য ভালো করবে।
অত্যন্ত জেদি দাগ তুলতে পারে ডিমের খোসার গুঁড়ো। পাইপলাইনে জমে থাকা বহুদিনের ময়লাও সাফ করে দেয়।