06 JUL 2025

কোন হেলমেট ভাল? কোনটা অরিজিনাল? চিনবেন কীভাবে?

credit:,PTI, TV9

TV9 Bangla

যতই বিরক্ত লাগুক না কেন, শীত-গ্রীষ্ম-বর্ষা, সেফ থাকতে হলে বাইক রাইডিংয়ের সময় হেলমেটা পরাটা কিন্তু মাস্ট। সেই হেলমেট নিয়ম রক্ষার জন্য কোনও লাভ নেই। কিন্তু সঠিক এবং ভাল হেলমেট কোনটা চিনুন এই ৭ উপায়ে।

ISI, DOT বা ECE সার্টিফিকেশন দেখুন - হেলমেট কেনার সময় প্রথমেই দেখুন সেটি কি ভারতীয় মান সংস্থা (ISI), ইউরোপীয় মান (ECE) বা আমেরিকার DOT সার্টিফিকেশনে অনুমোদিত কিনা। এই মানচিহ্নগুলো থাকলে বুঝবেন সেটি পরীক্ষিত ও নিরাপদ।

কী দিয়ে তৈরি যাচাই করুন - ভাল হেলমেট সাধারণত ফাইবারগ্লাস, থার্মোপ্লাস্টিক, কার্বন ফাইবার বা পলিকার্বনেট দিয়ে তৈরি হয়। এই উপাদানগুলো আঘাত শোষণে পারদর্শী। সস্তা প্লাস্টিকের হেলমেট এড়িয়ে চলুন।

ফিটিং ও সাইজ - হেলমেট মাথায় টাইট বা ঢিল হয়ে বসলে তা বিপজ্জনক হতে পারে। হেলমেট মাথায় পরার পর যেন সেটি হেলে না যায় বা নড়ে না—এটা নিশ্চিত করুন।

প্যাডিং ও ভেন্টিলেশন - ভিতরের প্যাডিংটা নরম ও আরামদায়ক হতে হবে, যাতে দীর্ঘ সময় পরলেও অস্বস্তি না হয়। পাশাপাশি ভেন্টিলেশন ভাল হলে গরমে ঘেমে যাওয়া কমে। তাই বলে আলগা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

ভিসার কোয়ালিটি - ভিসারটি যেন স্ক্র্যাচ-প্রুফ, ইউভি-প্রটেক্টেড এবং ক্লিয়ার ভিউ দেয়, তা দেখতে হবে। নরমাল প্লাস্টিক ভিসার রাতে বা বৃষ্টিতে ঝাপসা হতে পারে।

চিন স্ট্র্যাপ ও লকিং সিস্টেম - চিন স্ট্র্যাপ শক্ত ও সহজে খোলা-বন্ধ করা যায় এমন হওয়া উচিত। ডাবল-ডি রিং বা কুইক রিলিজ মেকানিজম সেরা ধরা হয়।

ওজন পরীক্ষা করুন - খুব ভারী হেলমেট ঘাড়ে চাপ ফেলে আবার খুব হালকা হলে তা নিরাপত্তার দিক থেকে দুর্বল হতে পারে। আদর্শ হেলমেটের ওজন ১২০০-১৫০০ গ্রামের মধ্যে হওয়া ভালো।