বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?'
credit: Getty Images
TV9 Bangla
পৃথিবীতে কত কিছুরই যে বিশ্ব রেকর্ড আছে তার ইয়ত্তা নেই। কারও নখ তার উচ্চতার থেকেও বড় তো কারও আবার মুখ ভর্তি চুল। রইল বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ডের হদিস।
নিক স্টোবার্ল, আমেরিকার ক্যালিফোর্নিয়া বসবাসকারী নিক বিশ্বের সবচেয়ে বড় জিভের অধিকারী হয়ে রেকর্ড গড়েছেন। নিকের জিভ ১০.১ সেন্টিমিটার দীর্ঘ।
আমেরিকার বাসিন্দা ডায়না আর্মস্ট্রং। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন ডায়না। বিশ্বে তাঁর মতো লম্বা নখ নেই আর কারও। তাঁর নখ ১৩০৬.৫৮ সেন্টিমিটার লম্বা।
ডোনাল্ড গর্সকি, আমেরিকার এই ব্যাক্তি নিজের নাম তুলেছেন গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। নিজের জীবনে সর্বাধিক ম্যাক খেয়েছেন তিনি। মার্চ ২০২৪ পর্যন্ত ৩৪,১২৮টি ম্যাক খেয়েছেন তিনি।
অদ্ভুত কারণে রেকর্ড গড়েছেন র্যামোস গোমেজ পরিবার। এই পরিবারের সকল সদস্যের গায়ে, মাথায় এমনকি মুখেও ভর্তি চুল বা লোম। আসলে কনজেনিটাল জেনেরালাইজড হাইপারট্রিয়োসিস নামে বিরল রোগে আক্রান্ত তাঁরা।
আমেরিকার বাসিন্দা কার্লট লি, গোটা বিশ্বে তাঁর মত রবারের হাঁসের কালেকশন নেই আর কারও কাছেই। ৮০০০ বেশি হাঁস আছে তাঁর কাছে।
পৃথিবীতে সবচেয়ে বেশি স্ট্রেচেবল চামড়ার অধিকারী ব্রিটেনের বাসিন্দা গ্যারি টার্নার। সেই কারণে গিনিস বুকে নাম উঠেছে তাঁর। গ্যারির পেটের চামড়া ৬.২৫ ইঞ্চি স্ট্রেচ হয়।
ওডিলন ওজারে, আমেরিকার এই বাসিন্দা বিশ্বের সবচেয়ে বড় টুপি বানিয়ে চমক দিয়েছেন। গিনিস বুকের রেকর্ড অনুসারে তাঁর বানানো টুপিটি ১৫ ফুট লম্বা এবং ৯ ইঞ্চি চওড়া।