একদিনে কলকাতার কাছে পিঠে ঘুরতে চান? রইল ৭ জায়গার হদিশ
TV9 Bangla
Credit - X, Getty Image
হাতে একদিনের ছুটি। মন বাড়িতে টিকছে না। একটু বেড়াতে যেতে ইচ্ছে করছে। সময় কম বলে বেড়ানোর ভাবনা এড়িয়ে যাবেন ভাবছেন?
সময় কম, কিন্তু রয়েছে বেড়ানোর ইচ্ছে। তাতে চিন্তা করবেন না। কলকাতার কাছে পিঠে এমন একাধিক বেড়ানোর জায়গা রয়েছে, যেখানে একদিন সময় পেলেই টুক করে যাওয়া যায়।
হেনরি আইল্যান্ড তেমন এক জায়গা। কলকাতা থেকে ১৩০ কিমি দূরে। দক্ষিণ ২৪ পরগণার এই বিচ নির্জনতার জন্য ভালো। সমুদ্রের ঢেউ মন জুড়িয়ে দেবে।
যদি বেশি দূরে সফর করতে না যেতে চান, তা হলে রায়চকে যেতে পারেন। গঙ্গার ধারে সময় কাটানোর জন্য তা অত্যন্ত আদর্শ জায়গায়। কলকাতা থেকে রায়চকের দূরত্ব বেশি নয়। মাত্র ৫৪ কিমি।
বনগাঁর পারমাদনের জঙ্গল থেকে একদিনে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে ৮০ কিমি দূরে বিভূতিভূষণের অভয়ারণ্য মন জুড়িয়ে দেবে। ইচ্ছমতীতে নৌকাবিহার করা যায়।
শান্তিনিকেতন থেকে সহজেই একদিনে ঘুরে আসা যায়। ভোর ভোর উঠে সোজা সোনাঝুরি যেতে পারেন। রয়েছে কোপাই নদী। মন ভালো করার জন্য নদী আর শপিং। ব্যস জমে যাবে।
গনগনিকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। শিলাবতীর তীরে বাংলার একমাত্র গিরিখাদ। বর্ষায় তা অন্যরূপে ধরা দেয়। একদিনে এখান থেকে ঘুরে আসা সম্ভব।
কলকাতা টু বিষ্ণুপুর--- একদিনে ঘুরে আসা যায়। যেতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। টেরাকোটা, পোড়া মাটির মন্দির দেখতে পাবেন। রয়েছে জয়পুরের জঙ্গল। সেখানে শাল-সেগুন ও মহুয়ার সারি।
কলকাতা থেকে ৮৫ কিমি দূরে গাদিয়ারা। ভাগীরথী, হুগলি ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়ারা। নিরিবিলি জায়গা। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অপরূপ।