24 March 2024

রং লাগলেও ক্ষতি হবে না চুলের, মেনে চলুন ৭ টিপস

credit: istock

TV9 Bangla

দোল খেললে চুল, ত্বক নষ্ট হবে। সেই ভয়ে অনেকেই দোল খেলেন না। তবে কয়েকটি টিপস মানলেই চুল থাকবে সতেজ।         

রং খেলতে যাওয়ার আগে ভাল করে চুল বাঁধুন। খোঁপা করে নিতে পারেন তাহলে পুরো চুলে রং লাগবে না।       

দোল খেলার সময় মাথায় রং না লাগানোর চেষ্টা করুন। গুঁড়ো রঙের থেকে গোলা রং চুলের বেশি ক্ষতি করে।         

মাথায় টুপি দিয়ে বা দোপাট্টা বেঁধে দোল খেলতে যান। তাহলে সরাসরি চুলে রং লাগবে না। ক্ষতি কম হবে।         

বাজারের কম দামি রাসায়নিক রঙের বদলে হার্বাল রঙে দোল খেলুন। তাহলে সেটা চুলে লাগলেও বিশেষ ক্ষতি হবে না।         

রং খেলার পরই দেরি না করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। মাথায় গুঁড়ো রং লাগলে প্রথমে সেটা ভাল করে ঝেড়ে নিন। তারপর চুলে জল দিন।         

 শ্যাম্পুর পর অবশ্যই চুলে কন্ডিশনার  লাগান। নারকেল তেল, মধু, টক দই দিয়ে বাড়িতে তৈরি কন্ডিশনার লাগালে চুল সতেজ থাকবে।         

চুলে রং লাগার বিষয়ে সতর্ক থাকার সঙ্গে শরীর সতেজ রাখা খুব জরুরি। দোল খেলতে যাওয়ার আগে ও খেলার পর পর্যাপ্ত জল খান। শরীর সতেজ থাকলে চুল, ত্বকও সতেজ থাকবে।