পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন?
credit: Getty Images
TV9 Bangla
বাঘের যত্ন নিয়ে ভারতের জুড়ি মেলা ভার। তেমনটাই বলছে রাজ্যসভার প্রকাশিত তথ্য। যেখানে গত কয়েক দিন ধরে বাঘ ধরতে গিয়ে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার তখনই সামনে এসেছে এই তথ্য।
বিশ্বে মোট যত সংখ্যক বাঘ রয়েছে তার মধ্যে ৭০ শতাংশই ভারতে রয়েছে। এমনকি ভারতে প্রতি চার বছরে বাঘের সংখ্যা ৬ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের গণনা অনুসারে ভারতে মোট বাঘ আছে ৩৬৮২টি।
২০১০ সালে যেখানে ভারতে মোট বাঘ ছিল ১৭০৬টি সেখানে ২০২২ সালে সেই সংখ্যাটি প্রায় দ্বিগুণের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে ৭৮৫ টি।
দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক, এখানে ৫৬৩টি বাঘ রয়েছে। উত্তরাখন্ডে রয়েছে ৫৬০টি বাঘ। এখানেই আছে বিখ্যাত জিম করবেট ন্যাশানাল পার্ক।
মহারাষ্ট্রে রয়েছে ৪৪৪টি বাঘ। বাঘ সংরক্ষণে পটু তামিলনাড়ুও। এই রাজ্যে ৩০৬টি বাঘ রয়েছে। পূর্ব ভারতের রাজ্য অসম। এই রাজ্যে বাঘের সংখ্যা ২২৯টি।
সমুদ্রের ধারে অবস্থিত ভারতের সীমান্ত রাজ্য কেরালা। সেই রাজ্যে বাঘের সংখ্যা ২১৩টি। ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ। এখানে মোট বাঘের সংখ্যা ২০৫।
কম যায় না পশ্চিমবঙ্গও। বাংলাতেও এখন মোট বাঘের সংখ্যা ১০৩। এছাড়াও মরুর দেশ রাজস্থানে আছে ৮৮টি বাঘ। বাংলার প্রতিবেশী বিহারে ৫৪টি এবং উড়িষ্যায় ২০টি বাঘ আছে। ঝড়খন্ডে আছে ১টি।
অনান্য রাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬৩টি, তেলেঙ্গানায় ২১টি, ছত্তিশগড়ে ১৭টি, অরুনাচল প্রদেশে ৯টি, গোয়ায় ৫টি বাঘ রয়েছে।