বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতের সবচেয়ে বড় পরিচয়। এই দেশে হিন্দু, মুসলিম, শিখ, পার্সী সবাই মিলেমিশে এক সঙ্গে থাকে।
২০১১ সালে ভারতের শেষ জনগণনার কাজ হয়েছিল। সেখানে প্রকাশিত তথ্য অনুসারে গোটা ভারতের মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ মানুষ মুসলিম ধর্মালম্বী। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মুসলিম বাস করে, জানেন?
উত্তর ভারতের রাজ্য উত্তর প্রদেশ। আয়তনের দিক থেকে চতুর্থ বৃহত্তম রাজ্য। তবে এই রাজ্যেই মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি।
উত্তর প্রদেশের মোট জনসংখ্যার ১৯.২৬% মুসলিম। অর্থাৎ প্রায় ৩ কোটি ৮০ লক্ষ। বিশেষ করে লখনউ, আলিগড়, বারাণসীর মতো শহরে মুসলিম জনসংখ্যার আধিক্য বেশি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশই মুসলিম। মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগণার মতো জেলায় মুসলিম জনসংখ্যা বেশি।
তৃতীয় স্থানে রয়েছে বিহার। মোট জনসংখ্যার প্রায় ১৬.৮৭ শতাংশ মুসলিম। অর্থাৎ প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ এই ধর্মালম্বী।
দেশের মধ্যে মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র। ১১.৫৪% মুসলিম ধর্মালম্বী। ১ কোটি ২০ লক্ষ মুসলিম ধর্মালম্বীদের বাস এখানে।
পঞ্চম স্থানে রয়েছে অসম। এই রাজ্যের ৩৪.২২% বাসিন্দা মুসলিম। এছাড়াও কেরালার ২৬.৫৬%, জম্মু ও কাশ্মীরের ৬৮.৩১%, লক্ষদ্বীপের ৯৬.৫৮%, বাসিন্দা মুসলিম।