15th January, 2025
একদিনের জন্য ভিখারি! কত রোজগার হল যুবকের?
Credit - Instagram
TV9 Bangla
মানুষ আজকাল প্রচারের আলোতে আসার জন্য কিনা করে। অবাক করা নানান কাজ করেন কেউ কেউ। আর সেগুলো নেটদুনিয়ায় ভাইরালও হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক যুবক একটি ভিডিয়ো বানিয়েছে নিজে ভিক্ষা করছে তা নিয়ে।
একদিনের জন্য ভিখারি হয়ে কত রোজগার হয়েছে ওই যুবকের? তা নিয়ে ভিডিয়োর শেষে কথা বলতে শোনা গিয়েছে ওই যুবককে।
ভিডিয়োতে ওই যুবককে বলতে শোনা যায়, সারাদিন সে ভিক্ষা করে দেখবে কত টাকা রোজগার করতে পারে। প্রথমে সে ট্রাফিক সিগন্যালে পৌঁছে যায়।
সেখানে যুবকটি প্রথম ৩০-৪০ মিনিট এক টাকাও পায়নি। এরপর সে সামনে এক মন্দিরের কাছে পৌঁছে যায়। সেখানে প্রথম ১৫ মিনিটের মধ্যে তাকে এক ব্যক্তি ১০ টাকা দেয়।
এরপর সেখানে এক মহিলা ওই যুবককে ৩০ টাকা দেয়। তারপর ছেলেটি স্থান পরিবর্তন করে। একটি শপিং মলের কাছে পৌঁছে যায়।
শপিং মলের সামনে থেকে সে ২০ টাকা পায়। এরপর যুবকটি পৌঁছে যায় রেল স্টেশনে। সারাদিন ভিখারি সেজে থাকার পর ৯০ টাকা রোজগার হয় যুবকটির।
ওই ভিডিয়োর শেষে দেখা গিয়েছে, সারাদিন যুবকটি ভিখারি সেজে যে ৯০ টাকা রোজগার করেছে, তা একটি বয়স্ক মহিলার হাতে তুলে দিয়েছে।
আরও পড়ুন