3rd February,  2025

তোয়ালে জড়িয়ে মহাকুম্ভে স্নান! রইল তরুণীর ভাইরাল ভিডিয়ো

Credit - Instagram 

TV9 Bangla

প্রয়াগরাজে মহাকুম্ভ থেকে প্রতিদিন কিছু না কিছু ঘটনা শোরগোল ফেলছে। ফেব্রুয়ারির ২৬ তারিখ অবধি মহাকুম্ভ চলবে।

মহাকুম্ভে আসা নানা সাধুকে নিয়ে আলোচনার মাঝে শিরোনামে এক তরুণী। তিনি তোয়ালে পরে কুম্ভে স্নান করেছেন। তাঁর ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

কোটি কোটি পূর্ণার্থী প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন। সেখানে সকলকে চমকে দিয়ে এক তরুণী হঠাৎ তোয়ালে জড়িয়ে স্নান করেছেন।

 ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে ওই তরুণীর পরনে একটি সাদা তোয়ালে রয়েছে। সেটি পরেই জলে নেমে স্নান করতে শুরু করেন তিনি।

 এই ভাবে মহাকুম্ভে তোয়ালে জড়িয়ে ওই মহিলাকে স্নান করতে দেখে অনেকেই হতবাক হয়েছেন। কিন্তু তাতে ওই তরুণী স্নান থামাননি।

ভিডিয়ো দেখে বোঝা যায় তরুণী যখন তোয়ালে জড়িয়ে জলে নামছিলেন, সেই সময় তাঁর পিছন থেকে কেউ ক্যামেরায় তাঁর ভিডিয়ো করছিলেন।

প্রচুর মানুষ ওই ভিডিয়োটি দেখেছেন। অনেক লাইক এবং কমেন্ট পড়েছে মহাকুম্ভে তোয়ালে পরে তরুণীর স্নানের ভিডিয়োটিতে।

অনেকে ওই ভিডিয়োতে কমেন্ট করেছেন, মহাকুম্ভ এক পবিত্র স্থান। সেখানে এইরকম আচরণ করা একেবারেই ঠিক নয়। প্রবল সমালোচিত হচ্ছেন ওই তরুণী।