স্ত্রী বা প্রেমিকার মধ্যে কোন গুণ থাকলেই রসাতলে যায় সংসার? চাণক্যের কথায়...
Credits:, Getty Images
TV9 Bangla
কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার কেউ বলেন একজন সফল পুরুষের পিছনে সবসময় কোনও না কোনও নারীর হাত থাকে। এই কথা এক বাক্যে মেনে নিতেন স্বয়ং চাণক্যও।
চাণক্যের কথায়, স্ত্রীর বা পার্টনারের মধ্যে সদগুণ থাকলে তা যেমন সংসারকে সুখী করে তুলতে পারে, তেমনই তাঁর কিছু গুণেই ছারখাড় হয়ে যেতে পারে সবটা। কারা সেই সব নারী? চিনবেন কীভাবে?
চাণক্য নীতি বলে সব নারী সমান নয়, অনেক এমন নারী রয়েছে, যাঁদের মধ্যে ধ্বংসের বীজ থাকে। যে কোনও ব্যক্তিকে রসাতলে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে।
তাই বিয়ের আগেই স্ত্রীর সঙ্গে কথাবার্তা ও ঘোরাফেরা করা উচিত। যদি এইসব গুণগুলি চোখে ধরা পড়ে, তাহলে অবিলম্বে সাবধান হওয়াটা জরুরি। এমনকি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেও দ্বিধাবোধ করা উচিত নয়।
চাণক্য নীতি অনুসারে, যে স্ত্রীর কটু বা বাজে কথায় অভ্যস্ত, তাঁকে ত্যাগ করাই মঙ্গল। খারাপ কথা অস্ত্রের চেয়েও বেশি ধারালো। যারা অন্যের আবেগেরও পরোয়া করে না তাঁরা গোটা পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে পারে।
রাগ সবসময় কাজ নষ্ট করে। চাণক্যের মতে, ক্রোধে লিপ্ত ব্যক্তি সঠিক ও খারাপের মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। যা অন্যদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের সম্পর্কের মধ্যে কখনও সুখ থাকতে পারে না।
চাণক্যের মতে আদর্শ স্ত্রী হলেন তিনি, যিনি মন, কথা ও কাজে শুদ্ধ। যার আচার-আচরণ ভাল, যে শ্বশুরবাড়িকে নিজের বলে মনে করে, তাকে বলা হয় দক্ষ গৃহিণী।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।