16th July, 2025

সুখের সংসার চান? আচার্য চাণক্যর এই নীতি আপনাকে পথ দেখাবে

Credit -  Pinterest 

TV9 Bangla

আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন জ্ঞানী পণ্ডিত। সেইসঙ্গে তিনি ছিলেন এক রাষ্ট্রনীতিবিদ ও দার্শনিক।

সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তাঁর নীতিগুলি আজও প্রাসঙ্গিক। উল্লেখ্য, সংসারে শান্তির জন্য চাণক্য নীতি মেনে চলতে পারেন যে কেউ।

চাণক্য জানিয়েছেন, সততার ওপর ভরসা রাখতে হবে। তাঁর মতে, সংসারে বিশ্বাস ও সততা বজায় রাখলে অশান্তি হয় না।

অহংকার করা চলবে না। যদি কেউ অহংকার করেন, তার সংসার ভেঙে যায়। যার ফলে স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান --- প্রতিটি সম্পর্কেই নম্রতা বজায় রাখা উচিত।

মাত্রাতিরিক্ত ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। চাণক্যের মতে, “ক্রোধে যুক্তি থাকে না, শুধু ধ্বংস হয়।” তাই রাগ না দেখিয়ে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

সবসময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। চাণক্যর মতে, "ব্যয়বহুল জীবন সংসারে টানাপোড়েন আনে।" তাই সংসারে শান্তি বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে হবে। সঞ্চয় করতে হবে।

মহিলাদের সম্মান করতে হবে। চাণক্য বলেছিলেন, “যে বাড়িতে নারীদের সম্মান করা হয়, সেখানে দেবতারা বাস করেন।” তাই ঘরের মেয়েদের সম্মান করলে সংসারে শান্তি ও শুভ শক্তি বাড়ে।

আচার্য চাণক্যর কথায়, অন্যের নিন্দা করলে নিজের মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। এছাড়া তিনি বলেছেন, সময়মতো সিদ্ধান্ত নিতে শিখতে হবে। নইলেই সমস্যায় পড়তে হবে। সংসারে শান্তি আনতে নিয়মিত পূজা-পাঠের কথাও বলেছিলেন তিনি।