04 JAN 2025

দুই ভুল দুর্বিষহ করে তুলতে পারে দাম্পত্য জীবন! শুনুন চাণক্যের পরামর্শ

credit: Getty Images

TV9 Bangla

সংসার কী ভাবে সুখের হয়ে উঠবে তা নিয়ে নানা মৎ রয়েছে। তবে সুখী সংসার গড়ে তোলার রহস্য কী, তা নিয়ে উপদেশ দিয়েছেন আচার্য চাণক্য।

আচার্য চাণক্যের মতে দুটি ভুল করলে দুর্বিষহ হয়ে ওঠে বিবাহিত জীবন। তাঁর মতে দুটি ভুল যদি কোনও বিবাহিত ব্যাক্তি করেন তবে তা অশান্তির সঙ্গে সেই ব্যাক্তির মান সম্মান ধুলোয় মিশিয়ে দেয়।

চাণক্যের মতে বিবাহিত পুরুষের নিজের স্ত্রীর সঙ্গে অমত হতেই পারে। তাই বলে স্ত্রীর সমন্ধে তৃতীয় কারও কাছে গিয়ে অভিযোগ বা অনুযোগ জানানো উচিত নয়।

এমন করলে সেই ব্যাক্তি এবং তাঁর স্ত্রী অন্যদের কাছে হাসির পাত্র হয়ে ওঠেন। আত্মীয় স্বজন থেকে বন্ধু-বান্ধব আপনাদের এমন ব্যাক্তিদের নিয়ে হাসাহাসি করে।

বৈবাহিক জীবনে নানা বিষয় নিয়ে সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিজেদের সমস্যা নিজেদেরকেই মেটাতে হবে। তা নিয়ে বাইরের কারও সঙ্গে আলোচনা করা উচিত নয়।

নিজেদের সমস্যা নিয়ে বাইরের লোকের সঙ্গে কথা বললে বা আলোচনা করলে, আপনাদের দুর্বলতা সকলের সামনে চলে আসে। এতে শত্রু পক্ষের সুবিধা হয়ে যায়।

আচার্য চাণক্যের মতে দাম্পত্য সমস্যা নিয়ে বাইরের কারও সঙ্গে এমনকি নিজের বাড়ির খুব নিকট বন্ধুর সঙ্গেও কথা বলতে নেই।

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে নিজেদের মধ্যে আলোচনা করুন। সমস্যা সমাধানের চেষ্টা করুন। নিজেদের অহংকার সরিয়ে রেখে নিজেরা কথা বলুন। তাহলেই সব সমস্যাকে পেরিয়ে যাওয়া সম্ভব।