21st May, 2025

হঠাৎ গায়ে পড়েছে পাখির মল, জ্যোতিষশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?

TV9 Bangla

Pic Credit- Freepik, Canva

অনেকের রাস্তায় হাঁটার সময় হঠাৎ বুঝতে পারেন, তার গায়ে পাখিতে পায়খানা করে দিয়েছে। এমন সময় অনেকে অস্বস্তি বোধ করেন।

অনেকে বলেন, গায়ে পাখির মল পড়া ভালো। সত্যিই কি তাই? এ বার জেনে নিন জ্যোতিষশাস্ত্র এই প্রসঙ্গে ঠিক কী বলছে?

রাস্তাঘাটে হাঁটা চলা করার সময় কোনও না কোনও ব্যক্তি, কখনও না কখনও এই সমস্যায় পড়েছেন। সেই সময় তা পরিষ্কার করাতেই হয়তো মন গিয়েছে সেই ব্যক্তির।

এরপরই মাথায় আসে অনেকের বলা সেই কথা, যে গায়ে পাখি পায়খানা করা মানে ভালো কিছুর ইঙ্গিত। জ্যোতিষশাস্ত্র বলছে, এটা ঠিক।

জ্যোতিষশাস্ত্র মতে কোনও ব্যক্তির গায়ে যদি আচমকা পাখিতে পায়খানা করে দেয়, তা হলে শুভ বলে বিবেচনা করা হয়।

জ্যোতিষশাস্ত্র বলছে কারও গায়ে পাখি যদি পায়খানা করে, তা হলে সেই ব্যক্তির উন্নতি হয়। শুধু তাই নয়, ভাগ্যও খুলে যায়।

এবার বিষয় হল, যে কোনও পাখির পায়খানা কারও গায়ে পড়লে সমস্যা নেই। তবে কাকের পায়খানা যদি কারও গায়ে পড়ে, তা হলে সেই ব্যক্তি বিপাকে পড়তে পারে।

জ্যোতিষশাস্ত্র মতে, কাকের পায়খানা কারও গায়ে পড়লে, তা অশুভ, খারাপ ইঙ্গিত দেয়। বিঃদ্রঃ -এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।