শুধু শুকনো লাল লঙ্কাতে কাজ হবে না, কুনজর এড়াতে আগুনে দিন সঙ্গে এই জিনিস
TV9 Bangla
Credit - Pinterest
কালা জাদু, কুনজর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ব্যক্তি শুকনো লাল লঙ্কা পোড়ানোর কথা বলেন। এক তন্ত্র গুরু ও জ্যোতিষী জানিয়েছেন, শুধু শুকনো লাল লঙ্কায় কাজ হবে না।
কয়েকদিন আগে গায়ক, সুরকার, প্রযোজক এবং ইউটিউবার অরিজিৎ চক্রবর্তীর সঙ্গে এক পডকাস্টে অসমের তন্ত্র গুরু ও জ্যোতিষী দিব্যজ্যোতি শাস্ত্রী এই বিষয়টি নিয়ে বলেছেন।
তন্ত্রগুরু দিব্যজ্যোতি কুনজর এড়ানোর প্রতিকার হিসেবে জানিয়েছেন, একসঙ্গে তিনটি জিনিস আগুনে পোড়াতে হবে। তা হলে কুদৃষ্টির কোপ থেকে মিলবে মুক্তি।
অসমের ওই জ্যোতিষী দিব্যজ্যোতি শাস্ত্রীর কথায়, বাড়িতে যদি কারও নজর লাগে বা বাচ্চার উপর নজর লাগে, তাহলে শুকনো লঙ্কা পোড়ালে ভালো ফল মেলে।
তিনি জানিয়েছেন যে, একসঙ্গে শুকনো লঙ্কা, নুন ও কর্পূর পোড়াতে হবে। ৩টে শুকনো লঙ্কা নিতে হবে। তাতে নুন ও কর্পূর মিশিয়ে পোড়াতে হবে।
ওই মিশ্রণ পোড়ালে যে ধোঁয়া তৈরি হবে, তা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তা হলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে চলে যায়।
কারও বাড়িতে যদি তন্ত্র মন্ত্র বা কালা জাদু করা থাকে, তা হলে ওই শুকনো লঙ্কা, নুন ও কর্পূর একসঙ্গে পোড়ালে ঠিক হয়ে যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।