কোনও গুপ্ত শত্রু আপনার ক্ষতি করছে কি না বুঝবেন কীভাবে?
TV9 Bangla
Credit - Pinterest
ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র দিন দিন জোরাল হচ্ছে। অনেকে এর প্রভাবে সর্বহারাও হন। এ বার প্রশ্ন হল, কীভাবে বুঝবেন আপনার উপর কোনও তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে?
জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথ জী জানিয়েছেন, কোনও ব্যক্তির কেউ ক্ষতি করতে চাইছেন কি না, তা বুঝবেন কীভাবে। তিনি জানান, ক্ষতির অনেক প্রকারভেদ রয়েছে। অনেক প্রয়োগ রয়েছে, তবে লক্ষণ আলাদা।
প্রজাপত্যানন্দর কথায় কয়েকটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন কেউ আপনার ক্ষতি করতে চাইছে কি না। যেমন - শারীরিক হানি হবে। আচমকা ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া।
খাওয়া দাওয়ার প্রতি রুচি কমে যাওয়া। পরিমাণের চেয়ে বেশি অস্বাভাবিক খাবার খাওয়া। শরীর-স্বাস্থ্য, খাদ্যগ্রহণ বা খাদ্যাভাসের ক্ষেত্রে এই প্রভাবগুলো পড়বে।
আশেপাশে মাছি, কালো ভ্রমর দেখা যাবে। কর্মক্ষেত্রে এমনটা দেখলে বুঝতে হবে যে, কর্মক্ষেত্র নষ্ট করতে এটা করা হয়েছে। যদি বাড়িতে এমনটা দেখেন, বুঝতে হবে আপনার বাড়িতে, বাস্তুতে এই প্রয়োগটি করা হয়েছে।
মানুষের প্রতি আচরণে প্রবল তারতম্য। যেমন - যে মানুষটির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, তার সঙ্গে আচমকা অধিক সখ্যতা, তার প্রতি অধিক টান, ভালো হোক বা মন্দ তার নাম শুনলেই ভালো লাগা বা অতিরিক্ত বিরক্ত হওয়া।
আচমকা অস্বাভাবিক মানসিক পরিবর্তন দেখলে সাবধানতা অবলম্বন করা দরকার। আচমকা চোখে ঝাপসা দেখা, রাত্রে অস্বাভাবিক শব্দ পাওয়া (বাড়ির ছাদে বা আশেপাশে) সেগুলির মাধ্যমে অশুভ উর্জার উপলব্ধি হয়।
খাবারে বেশি চুলের উপস্থিতি, রাতে ঘুমের মধ্যে ভৌতিক, হিংস্র পশু, কোনও ব্যক্তির মৃত্যু, নিজের মৃত্যু দেখা, অধিক মাত্রায় যদি কারও প্রতি ভয় পাওয়াও এক একটি লক্ষণ।
আঁশটে বা বাজে গন্ধ পেলে, শরীর খারাপ হলে, চোখ ভেতরে ঢুকে গেলে, মল-মূত্রর সঙ্গে তৈলাক্ত পদার্থ নিঃসৃত হলে, হাওয়া বাতাস ছাড়া বাড়ির ভেতরের কোনও জিনিস পড়ে গেলে বুঝতে হবে গুপ্ত শত্রু আপনার ক্ষতি চাইছে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।