30 JUN 2025

আপনার মৃত্যু আসন্ন! বুঝবেন কী ভাবে? কিছু সাধারণ লক্ষণ দেখলে গুনতে হবে প্রমাদ

credit:Getty Images

TV9 Bangla

মৃত্যু কখন, কার কাছে কীভাবে আসবে তা জানা নেই কারও। পর মুহূর্তে আপনার সঙ্গে কী হবে সেটাও জানা নেই কারও। তবু আমাদের আয়ু কতদিন তা নিয়ে সদাই ভাবিত আমরা। আবার জ্যোতিষশাস্ত্রেও কিছু লক্ষণের কথা উল্লেখ করা আছে। যা মৃত্যু পথযাত্রীদের মধ্যে লক্ষ করা যায়। কী করে বুঝবেন আপনার মৃত্যু আসন্ন?

জ্যোতিষ মতে, যখন কোনও ব্যক্তি আয়নায় বা জলে নিজের প্রতিচ্ছবি ঠিকমতো দেখতে পান না, বা ছায়া অস্পষ্ট হয়ে যায়, তা মৃত্যুর নিকটবর্তী হওয়ার ইঙ্গিত হতে পারে। দিনের আলোতেও নিজের ছায়া না দেখতে পেলে, তা মৃত্যুর ইঙ্গিত হতে পারে।

শরীরের তাপমাত্রায় হঠাৎ পরিবর্তন হতে পারে। মৃত্যুর সময় ঘনালে ব্যক্তির হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে, মুখ রক্তশূন্য হয়ে পড়ে এবং চোখে উজ্জ্বলতা হারিয়ে যায়।

পশু-পাখির অস্বাভাবিক ব্যবহার দায়ী। বিভিন্ন ধর্ম ও শাস্ত্রে বলা হয়, মৃত্যু আসন্ন হলে কুকুর বা বিড়াল আচমকা অতিরিক্ত কাঁদতে শুরু করে। হাউমাউ করে কাঁদতে পারে, পাখিরা কিচিরমিচির বন্ধ করে দেয়।

নাক বা কানের আগা কালো হয়ে যেতে পারে। শাস্ত্রমতে, নাক ও কানের ডগা হঠাৎ কালচে হয়ে গেলে, তা শরীরের প্রাণশক্তি নিঃশেষ হওয়ার সংকেত হতে পারে।

ঘন ঘন অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন। যেমন মৃত আত্মীয়দের সঙ্গে দেখা, অন্ধকার গুহা বা শ্মশানের মতো স্থান দেখা মৃত্যুর আগাম সংকেত হতে পারে বলে বিশ্বাস।

নিজের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ হারান - কোনও ব্যক্তি হঠাৎ অতীতমুখী হয়ে পড়েন, ভবিষ্যৎ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে মন সরে যায়, যা শারীরিক ও মানসিকভাবে মৃত্যুর প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এসব লক্ষণ নিছক বিশ্বাসের ওপর ভিত্তি করে বলা হয়। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।