মার্চ মাসেই খুলবে ভাগ্য, বিরল যোগে টাকার সমুদ্রে ভাসবেন এই রাশির জাতকরা
credit:PTI
TV9 Bangla
জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে ২০২৫ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলছে মহাকুম্ভ, ক'দিন আগেই একই সারিতে এসেছিল সৌরজগতের ৬টি গ্রহ।
জ্যোতিষ শাস্ত্র বলছে মার্চ মাসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মার্চ মাসে মীন রাশিতে একত্রিত হবে ৬টি গ্রহ, যা এক বিরল কাকতালীয় যোগ তৈরি করবে বলেই আশা।
ইতিমধ্যেই মীন রাশিতে অবস্থান করছেন রাহু এবং শুক্র। ২৯ শে মার্চ এই রাশিতে প্রবেশ করবেন শনি।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে গ্রহের এই মহান সংযোগের ফলে কিছু রাশিচক্র বিশেষ ভাবে উপকৃত হবেন। চলুন জেনে নিই সেই রাশিচক্র সম্পর্কে। কাদের ভাগ্য খুলবে জানেন?
বৃষ - বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি খুবই শুভ বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতকরা আর্থিকভাবে বেশ লাভবান হতে পারেন।
মিথুন - আপনি যদি চাকুরিজীবি হন এবং মিথুন রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন তাহলে মার্য মাস আপনার জন্য শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, বা আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
কন্যা - এই রাশির জাতকদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। যদি কেউ ব্যবসায়ী হন তাহলে বড় শিল্প লাভের আশা রয়েছে। এছাড়াও বড় কোনও সুসংবাদ পেতে পারেন।
কুম্ভ - কর্ম ক্ষেত্রে বা ব্যবসার জায়গায় বড় উন্নতির সুযোগ রয়েছে। পেশাগত জীবনে বড় সাফল্য ধরা দিতে পারে। হতে পারে অর্থলাভ।