22nd June, 2025
কোনওভাবেই সাফল্য আসছে না? একখানা লবঙ্গ দিয়ে এ কাজ করলেই হবে কেল্লাফতে
TV9 Bangla
Credit - Freepik, Canva
লবঙ্গের অনেক উপকারিতা। জ্যোতিষশাস্ত্র মতে, কোনও বড় কাজ করার আগে লবঙ্গ খেলে সাফল্য আসার সম্ভবনা বহুগুণ বেড়ে যায়।
জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ি থেকে বেরোনর আগে যদি একটি বা দুটি লবঙ্গ মুখে রাখেন, তা হলে যে কাজ করার উদ্দেশ্যে বেরোচ্ছিলেন, তাতে সাফল্য আসতে পারে।
যদি কোনও ব্যক্তি কর্পূরের সঙ্গে লবঙ্গ পোড়ান, তা হলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়। আর্থিক পথ সুগম হয়।
অনেকের বিশ্বাস কর্মক্ষেত্রে সাফল্য আনতে লবঙ্গ অনবদ্য। চাকরির পরীক্ষা দেওয়ার আগে অনেকে মুখে লবঙ্গ রাখেন।
কারও কারও বিশ্বাস যদি কোনও ব্যক্তি লবঙ্গ মানিব্যাগে রাখেন, তা হলে অর্থ আকর্ষিত হয়। কষ্ট মেটে। ভালো যোগ তৈরি হয়।
যে বাড়িতে রোজকার অশান্তি লেগে থাকে, সেখানে ৩টুকরো কর্পূরের সঙ্গে ৩টি লবঙ্গ মিশিয়ে জ্বালাতে হবে। বাড়ির বাইরে এটা করলে অশান্তু থেমে যাবে।
যে কোনও শুভ কাজ করার কথা ভেবে বাড়ির বাইরে বেরোনোর আগে ৫টি লবঙ্গ সঙ্গে রাখলে ভালো ফল মেলে। জামার পকেটে বা মানিব্যাগে এটা রাখলে ফল মেলে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন