4th July, 2025
অল্পদিনেই বাড়ির তুলসী গাছে ফুল ফুটেছে, জানেন এর অর্থ কী?
TV9 Bangla
Credit - Getty Images
হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছে দেবী লক্ষ্মীর বাস বলে অনেকের বিশ্বাস। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলা হয়।
তুলসী এমন একটি গাছ যার ভেষজ গুণ থেকে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রগত বহু গুণও রয়েছে। তুলসী গাছের পাতা, মঞ্জরি সবই কার্যকরী।
জ্যোতিষশাস্ত্র মতে তুলসী গাছে মঞ্জরি আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছে ফুল ফোটার অর্থ সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে।
তুলসী গাছে মঞ্জরি আসার অর্থ দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হবে। এটি ধন, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত দেয়।
দেবী লক্ষ্মীর পাশাপাশি তুলসী ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয়। তুলসীর ফুল ভগবান বিষ্ণুর আশীর্বাদের এক প্রতীক।
অনেকে এমনটা বিশ্বাস করেন যে, তুলসী গাছে ফুল ফোটার অর্থ সেই বাড়িতে থাকা লোকজনদের ইচ্ছে শীঘ্রই পূরণ হবে।
অল্পদিনেই তুলসী গাছে মঞ্জরি আসার অর্থ সেই বাড়িতে থাকা ব্যক্তিদের হাতে সাফল্য ধরা দেবে, অগ্রগতি হবে ও জীবনে ইতিবাচক পরিবর্তনও হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন