প্রদীপ নয়, তুলসী গাছের সামনে এই জিনিস জ্বালালেই টাকার বৃষ্টি!
TV9 Bangla
Pic Credit- META Ai
হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় তুলসী গাছকে। কমবেশি সকল বাড়িতেই তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো হয়। এই প্রথা বহু পুরনো।
বেশি অর্থলাভের জন্য তুলসী গাছের সামনে প্রদীপের পাশাপাশি অন্য একটি জিনিস পোড়ানো ভালো। জেনে নিন সেটি কী।
বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে, তুলসী গাছের সামনে কর্পূর পোড়ানো ভালো। এটি শুভ বলে মনে করা হয়। তুলসী গাছের সামনে কর্পূর পোড়ানো হলে অনেক উপকার পাওযা যায়। জেনে নিন সেগুলি কী কী।
কোনদিন তুলসী গাছের সামনে কর্পূর জ্বালানোর জন্য শ্রেয়? রবিবার তুলসী গাছের কাছে কর্পূর জ্বালালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সৌভাগ্য লাভ হয়। জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
এমনটা বিশ্বাস করা হয় যে, তুলসী গাছের কাছে কর্পূর পোড়ানো হলে নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তি সেই বাড়ি থেকে দূরে চলে যায়। চোখের সমস্যারও সমাধান মেলে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রবিবার তুলসী গাছের কাছে কর্পূর পোড়ালে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। সেই বাড়ির আর্থিক অবস্থা মজবুত হয়। এই কাজ করলে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন আরও মজবুত হয়। তাঁদের প্রেম বাড়ে।
বাস্তুশাস্ত্র মতে, তুলসী গাছের কাছে কর্পূর পোড়ানো হলে পরিবারে শান্তি বজায় থাকে। রবিবার ছাড়া অমাবস্যার দিন তুলসী গাছের সামনে কর্পূর পোড়ালে পূর্ব পুরুষদের আশীর্বাদ লাভ হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।