13th May, 2025

এদিন তুলসী গাছে ভুলেও জল নয়, দিলেই অমঙ্গল ধেঁয়ে আসবে!

TV9 Bangla

Pic Credit- Getty Images, Pinterest

হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মানা হয় তুলসী গাছকে। বেশিরভাগ বাড়িতে নিয়ম করে প্রতিদিন অনেকেই তুলসী গাছে জল দেন।

বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের একটি দিনের কথা উল্লেখ রয়েছে, যে দিন তুলসী গাছে জল দেওয়া মোটেও উচিত নয়।

সেই দিনটি হল রবিবার। কিন্তু কেন? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী মাতার ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের সঙ্গে বিয়ে হয়েছিল। যার ফলে তুলসী মাতাকে শ্রীহরির স্ত্রী হিসেবে বিবেচনা করা হয়।

তুলসী গাছকে ‘বিষ্ণুপ্রিয়া’ নামেও ডাকা হয়। এ বার ফেরা যাক যে কেন রবিবার তুলসী গাছে জল দিতে নেই? কারণ, ওই দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য উপোস করেন।

এমন দিনে কেউ যদি তুলসী গাছে জল দেয়, তা হলে তুলসী মাতার উপোস ভেঙে যায়। ফলে তুলসী মাতা সন্তুষ্ট হন না।

রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন তুলসী গাছে জল দেওয়া শুভ। তামার পাত্রে তুলসী গাছে জল দিলে পরিবারের শুভলাভ ত্বরান্বিত হয়।

উল্লেখ্য, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে রবিবার ছাড়া একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।