12h July, 2025
মানিব্যাগে স্ত্রীর ছবি রাখেন? টাকা উপচে পড়বে নাকি পকেট হবে ফাঁকা?
TV9 Bangla
Credit - Pinterest
কোনও ব্যক্তি নিজের মানিব্যাগে টাকা ছাড়া কী রাখবেন, তা নির্ভর করে সম্পূর্ণ সেই ব্যক্তির উপর। অনেকে মানিব্যাগে প্রিয়জনের ছবি রাখেন।
মানিব্যাগে কেউ কেউ ঠাকুরের ছবিও রাখেন। অনেকে আবার পার্সে রাখেন স্ত্রীর ছবি। জ্যোতিষশাস্ত্রে এটি রাখার ফলে যা হয়, তার উল্লেখ রয়েছে।
জ্যোতিষশাস্ত্র বলছে মানিব্যাগে স্ত্রীর ছবি রাখা অত্যন্ত শুভ। যিনি পার্সে স্ত্রীর ছবি রাখেন, তার শুক্র উন্নত হতে থাকে।
শুক্র গ্রহ ঐশ্বর্যের অধিপতি। তাই অনেকের জীবনে বিয়ের পর স্ত্রীর কারণে ঐশ্বর্য বৃদ্ধি পায়। মানিব্যাগে যে কারণে স্ত্রীর ছবি রাখলে একই কাজ হয়।
যে কোনও ব্যক্তির জীবনে শুক্র গ্রহ বিলাসিতা এনে দিতে পারে। তাই যে ব্যক্তি মানিব্যাগে নিজের স্ত্রীর ছবি রাখেন, তাঁর জীবন বিলাসলহুল হয়ে ওঠে।
যিনি মানিব্যাগে স্ত্রীর ছবি রাখেন, তার জীবনযাত্রা উন্নত মানের হয়। বিবাহিত নারীকে লক্ষ্মী দেবীর রূপ বলা হয়। তাই কারও পার্সে স্ত্রীর ছবি রাখা শুভ।
শুক্র গ্রহ যেহেতু সম্পদের অধিপতি, তাই যদি কোনও ব্যক্তি নিজের পার্সে স্ত্রীর ছবি রাখেন, তা হলে তাঁর সম্পদ বৃদ্ধি পাবে। ভালোবাসা দৃঢ় হয়। মন শান্ত হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন