11th May, 2025

পুতুল তন্ত্র কী? এর প্রয়োগে মারাত্মক পরিণতি হয়

TV9 Bangla

Pic Credit- Getty Images , Canva

তন্ত্র মন্ত্রের জোরে অনেকের বিরাট ক্ষতি হয়। তবে তন্ত্র কাটানোর উপায়ও থাকে। তন্ত্রের জোর অনেক। আর নানা তন্ত্রের মধ্যে পুতুল তন্ত্র বেশ শক্তিশালী।

অসমের তন্ত্র গুরু এবং জ্যোতিষী দিব্যজ্যোতি শাস্ত্রী সম্প্রতি গায়ক, সুরকার, প্রযোজক এবং ইউটিউবার অরিজিৎ চক্রবর্তীর সঙ্গে এক পডকাস্টে এই বিষয়ে নানা তথ্য জানিয়েছেন।

জ্যোতিষী দিব্যজ্যোতি শাস্ত্রী বলেন, ‘তন্ত্রে সবই সম্ভব। পুতুল তন্ত্র ভারতের তন্ত্র নয়। এটিকে আমরা বাইরের তন্ত্র বলি। পুতুল তন্ত্রকে খুব খারাপ তন্ত্র বলা হয়।’

তাঁর কথায়, ‘আসলে এটা মারাত্মক একটা তন্ত্র। পুতুল তন্ত্র তখন প্রয়োগ করা হয়, যে সময় কেউ মনে করে কোনও ব্যক্তিকে একেবারে শেষ করে দিতে চান। তিলে তিলে মারার জন্য এই তন্ত্রের সাহায্য নেয় অনেকে।’

কীভাবে করা হয় পুতুল তন্ত্র? তিনি বলেন, ‘এর জন্য একটা পুতুল বানাতে হয়। এর জন্য আরও অনেকগুলো জিনিস প্রয়োজন হয়। সেগুলোর নাম বলছি না। কারণ আজকাল নেতিবাচক জিনিস মানুষ বেশি তাড়াতাড়ি বাস্তবে ব্যবহার করতে চায়।’

তবে তিনি এটি জানিয়েছেন যে, পুতুল তন্ত্র করার জন্য একটা পুতুল বানাতে হয়। যার উপর করা হবে, তাঁর নামে সেই পুতুলটি বানাতে হয়। এর জন্য কাপড় লাগে, চুল লাগে। সেগুলো পুতুলের মধ্যে ভরে দেওয়া হয়।

যদি দেখা যায় কারও কাঁধে, পিঠে হঠাৎ ব্যথা হচ্ছে তা হলে সেই ব্যক্তির উপর পুতুল তন্ত্র করা হতে পারে। সেই পুতুলটির কাঁধে, পিঠে পিন যদি গেঁথে দেওয়া হয়, তা হলে যে ব্যক্তির উপর পুতুল তন্ত্র করার চেষ্টা হচ্ছে তাঁর যন্ত্রণা শুরু হয়।

তিনি আরও বলেন, ‘যদি ওই পুতুলের মাথায় পিন গাঁথা হয়, তা হলে মাথায় যন্ত্রণা হতে শুরু করে। প্রচুর ক্লায়েন্ট এমন আসেন, যারা জানান, মেডিকেল টেস্ট করে কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু মাথায় যন্ত্রণা হচ্ছে।’

তাঁর কাছে এমন অনেকেও এসেছেন, যাঁরা আয়ুর্বেদিক থেকে শুরু করে অ্যালোপেথিক সব রকম ওষুধ খেয়েছেন, কিন্তু ফল মেলেনি। দিব্যজ্যোতির কথায়, ‘সেই সময় বুঝতে পারবেন যে আপনাকে পুতুল তন্ত্র করা হয়েছে।’

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।