আচমকা কামড়েছেন জিভে, এটি শুভ না অশুভ ইঙ্গিত দিচ্ছে?
TV9 Bangla
Credit - Freepik,X
অনেক ব্যক্তি আচমকা জিভ কামড়ে ফেলেন। মাঝে মাঝে তেমন অবস্থায় জিভ কেটেও যায়। ছেলেবেলায় এমনটা হলে বাড়ির বড়রা বলতেন যে, কেউ সেই ব্যক্তিকে নিয়ে খারাপ কথা বলছে।
এ বার প্রশ্নটা হল যে জিভে কামড় লাগার পিছনে কি আদৌ কোনও বিশেষ কারণ জড়িয়ে রয়েছে? এই প্রসঙ্গে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
আচমকা জিভ কামড়ানো শুভ না অশুভ? এটি একটি সাধারণ শারীরিক ঘটনা হতে পারে। তবে কেউ কেউ এও বিশ্বাস করা হয় যে এটি আমাদের সতর্কবার্তা দেয়।
জ্যোতিষশাস্ত্র মতে জিভে কামড় নানা ঘটনার প্রতীক হতে পারে। যেমন - এটি একটি সতর্কবার্তা হতে পারে। এই ধরুন আপনি কাউকে এমন কিছু বলেছেন, যা বলা উচিত ছিল না।
এ ছাড়া আচমকা জিভ কামড়ালে এও ইঙ্গিত মিলতে পারে যে, আপনি কাউকে কিছু কথা বলে আঘাত দিতে পারেন। তাই সতর্ক হওয়া উচিত।
এমনটা বিশ্বাস করা হয় যে, যদি কেউ জিভ কামড়ে ফেলেন, তা হলে বুঝতে হবে যে, সেই ব্যক্তি জীবনে অসাবধান হয়ে পড়ছেন বা খারাপ অভ্যাস রপ্ত করে ফেলেছেন।
জিভ কামড়ে ফেলার জন্য তা যদি কেটে যায়, তা হলে বুঝতে হবে সেই ব্যক্তির আশেপাশে বিপদ রয়েছে। ফলে সাবধান হওয়ার সময় এসেছে বুঝতে হবে।
খুব অল্প সময়ের মধ্যে যদি একাধিকবার কেউ জিভ কামড়ান, তার অর্থ হল সেই ব্যক্তির শৃঙ্খলার অভাব রয়েছে। একই ভুলের পুনরাবৃত্তি করছেন। তাই শুধরে যাওয়াই ভালো।